Friday, July 12, 2024

উনিশে মে ৸ ষোড়শ সংখ্যা ৸ ২০২৩


২০০৮ সালে কলকাতা থেকে যে বাৎসরিক পত্রিকাটি যাত্রা শুরু করেছিল তার নাম 'উনিশে মে'। সম্পাদক শান্তনু গঙ্গারিডি। প্রকাশক সম্প্রীতি গুপ্ত।  সম্পাদক মণ্ডলীতে রয়েছেন আসাম পশ্চিম বাংলার বেশ কজন লেখক সম্পাদক শান্তনু ছাড়াও রণবীর পুরকায়স্থ, দেবাশিস চন্দ, রাজীব কর, তাপস রায়, মনোতোষ চক্রবর্তী, সুজাতা চৌধুরী, বিভাবসু।
      পনেরো বছর পার করেছে। এখানে রইল ষোড়শ সংখ্যা। এই সংখ্যাটি বিশেষ গল্প সংখ্যা হিসেবে সাজিয়েছেন। এবং গল্প সংখ্যা হিসেবে পত্রিকাটি কলকাতার "রামমোহন লাইব্রেরি এণ্ড ফ্রি রিডিং রুম' থেকে     " সমাজপতি লাইব্রেরী বিশেষ সম্পাদনা পুরষ্কার ২০২৩-২৪'- এ সম্মানিত হয়েছে। ১০৪ পৃষ্ঠার সংখ্যা, মূল্য ২৫০ টাকা। ভারত বাংলাদেশের প্রচুর বর্তমান নবীন ও প্রবীণ কথা সাহিত্যিকদের ২৫ টি ছোটো গল্প ছাড়াও এতে রয়েছে একটি কাব্যনাট্য, তিনটি নাটক এবং ২৮ জন কবির কবিতা ও দুটি ছড়া।


           কাঠের নৌকাতে  এর আগেও এসেছিল কয়েকটি সংখ্যা। পড়তে এখানে আসুন।

        

পুরো কাগজটি  আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের বোতামগুলো ব্যবহার করুন।  তবে মোবাইলে পড়লে ব্লগার এবং স্ক্রাইবড নামিয়ে নিলে সুবিধে।

 

উনিশে মে ৸ ষোড়শ সংখ্যা ৸ ২০২৩ by Sushanta Kar on Scribd

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails