Monday, July 8, 2024

উজান ৵ ঊনবিংশ সংখ্যা; ২০২৩

 


"উজান' ঊনবিংশ সংখ্যা বেরিয়েছিল ২ ডিসেম্বর,২০২৩-মাস ছয় হয়ে গেল। বছরে একটিই বেরোয়। কাগজের এবারের সংখ্যাটি  নিবেদিত হয়েছিল "শিশু কিশোর'-দের বিষয় ছিল শিশু কিশোর সাহিত্য এবারেই বিখ্যাত শিশু কাব্য "আবোল তাবোলে'র শতবর্ষ সেই ঘটনাকে মনে রেখে কাগজের প্রচ্ছদ সাজিয়েছেন ত্রিদিব দত্ত এই সংখ্যাতে অতিথি সম্পাদক হিসেবে যুক্ত হয়েছিলেন সঞ্জয় চক্রবর্তী ও অভিজিৎ লাহিড়ী সঞ্জয় চক্রবর্তী সবাই জানেনপূর্বোত্তরের সুপরিচিত কবি এবং অভিজিৎ লাহিড়ীও একজন সুপরিচিত অনুবাদক

 শুরুতেই যুগের সঙ্গে তাল মেলাতে আন্তর্জালের শিশুপত্রিকা ‘ইচ্ছামতী’র সম্পাদিকা মহাশ্বেতা রায়ের সাক্ষাৎকারে বেরিয়ে এসছে একালের শিশু সাহিত্যের হালহকিকৎ। বাংলা শিশু সাহিত্যের ইতিবৃত্ত উঠে এসেছে গৌতম গুহরায়, অসমিয়া শিশু সাহিত্যের এক সম্পূর্ণ রূপরেখা তুলে ধরেছেন পল্লবপ্রাণ গোস্বামী। পূর্বোত্তরে শিশু সাহিত্য চর্চার রূপরেখা তুলে ধরেছেন সুবীর গোস্বামী। এছাড়াও লিখেছেন দেবাশিস তরফদার, তপন রায়, সপ্তর্ষি বিশ্বাস, বাসব রায় প্রমুখ।  প্রবীণ কবি কিরণ শঙ্কর রায়, শান্তনু গঙ্গারিড়ি, মৃন্ময় রায়, দেবলীনা সেনগুপ্ত, রবিন ভট্টাচার্য প্রমুখ ২৪ জন কবির কবিতাতে সেজে উঠেছে কাগজ।  গল্প লিখেছেন মলয় কান্তি দে,কুমার অজিত দত্ত, নীলদীপ চক্রবর্তী, চিরশ্রী দেবনাথ ,দিলীপ কান্তি লস্কর।শ্যামল ভট্টাচার্য তিনটি মণিপুরি ছোট্ট গল্পের অনুবাদ দিয়ে সমৃদ্ধ করেছেন।

 ছোটদের জন্যে কাগজের কথা মাথাতে রেখেই শহরের দুর্গাবাড়ি শিশু বিদ্যালয়ের বেশ কিছু কিশোরদের দিয়ে লিখিয়ে এবারে সূচনা হয়েছে কাগজের এক নতুন স্তম্ভের "উজানে কুসুম কলি' নামে ভেতরের অলঙ্করণে সহযোগিতা করেছেন প্রাণকৃষ্ণ কর । প্রাণকৃষ্ণ করের হাতেই কাগজটি উন্মোচিত হয়।

কিছু দেরিতে কাঠের নৌকাতে চড়ল। এবং এই আন্তর্জাল প্রতিলিপিটি মুদ্রক সুমন দে রঙিন করে দিয়েছেন।

আগের চারটি  সংখ্যাও "কাঠের নৌকাতে' চড়েছিল। এখানে ক্লিক করে পড়তে পারেন।

 এবারে চড়ছে ঊনবিংশ সংখ্যা...আপনি এখানেই পত্রিকাটি পুরো পড়তে পারেন। বোতাম টিপে বড় করে পর্দা জুড়ে পড়তে পারবেন। যেটি আপনার সুবিধে।অবসরে পড়বার জন্যে নামিয়ে নিতেও পারেন।মোবাইলে পড়তে হলে আপনার দরকার পড়তে পারে ১) ব্লগার্সএবং ২) স্ক্রাইবড। সেগুলো গোগোল প্লেস্টোর্স থেকে নামিয়ে নিলে সুবিধে।

 

উজান ৵ ঊনবিংশ সংখ্যা; ২০২৩ by Sushanta Kar on Scribd

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails