৪৯ বর্ষে এসে অক্টোবর-ডিসেম্বর--২০২৫ সংখ্যা চড়ল 'কাঠের নৌকা'-তে। সেটি সম্ভব করেছেন কবি বিমলেন্দ্র চক্রবর্তী। শুরুতেই রয়েছে প্রেমেন্দ্র মিত্রের বহু আগে পাঠানো একটি ছড়া। এর হাতে লেখা পাণ্ডুলিপিটিও সম্পাদক ছেপে দিয়েছেন। আমরা আলাদা করে সেটি রাখছি, যাতে 'সার্চ-ঈঞ্জিনে' সেটি ধরা দেয়।
৭৪ পৃষ্ঠার এই কাগজে আর রয়েছে দুখানা প্রবন্ধ , একটি স্মৃতি কথা ও দুটি ভ্রমণ কাহিনি। এর বাইরে ১৫টি ছড়া, ৬খানা গল্প। লেখক তালিকা এখানে রইল। সঙ্গে পত্রিকাটি সম্পর্কে আরও কিছু দরকারি তথ্য। প্রচ্ছদটি সাজিয়ে দিয়েছেন কৃষ্ণধন আচার্য আর বাকি অলঙ্করণ বিমলেন্দ্র চক্রবর্তীর হাতের কাজ।
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে
পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন



No comments:
Post a Comment