শুরুতেই রয়েছে প্রয়াত সন্দীপ দত্তের জীবন
সঙ্গীনী মীরা দত্তের একটি সাক্ষাৎকার। এর পরে একাধিক প্রবন্ধে তাঁর স্মরণে কলম
ধরেছেন অধ্যাপক উষারঞ্জন ভট্টাচার্য, অধ্যাপক তপোধীর ভট্টাচার্য, রণবীর পুরকায়স্থ,
সুধাংশু শেখর মুখোপাধ্যায়, স্নিগ্ধা বন্দ্যোপাধ্যায়, পীযুষ রাউত, সন্তোষ রায়,
দেবব্রত দেব, জ্যোতির্ময় সেনগুপ্ত, গৌতম গুহরায়, গৌতম ভট্টাচার্য প্রমুখ চব্বিশজন
লেখক। দোলন চাঁপা দাসপাল একটি গল্পে তাঁকে ধরেছেন। কবিতা লিখেছেন চন্দ্রিমা দত্ত,
সঞ্জয় চক্রবর্তী, রাজেশ চন্দ্র দেবনাথ, শেলী দাসচৌধুরী তাঁকে নিয়ে লিখেছেন কবিতা।
এবং সবশেষে এক এলবামে ধরেছেন কিছু
স্থিরচিত্র, চিঠি, লাইব্রেরির ছবি ইত্যাদি।
এই সংখ্যার সম্পাদনা করেছেন শর্মিলা
দত্ত। সম্পাদনা পর্ষদে আরও রয়েছেন চন্দ্রিমা দত্ত,
শেলী দাস চৌধুরী এবং দোলন চাঁপা দাস পাল।
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন।
নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার
পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম
দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন.
👇👇
মানবী ৷৷ ১৭শ সংখ্যা ৷৷ ২য় সংখ্যা ৷৷ এপ্রিল জুন ২০২৩ by Sushanta Kar on Scribd
No comments:
Post a Comment