২৬ জুলাই, ২০২২। বাংলা তথা পূর্বোত্তরের বাংলা কবিতা অকালে হারালো এক উজ্জ্বল নক্ষত্র প্রবুদ্ধ সুন্দর করকে। তাঁর স্মরণে নিবেদিত হল "পাখি সব করে রব' কাগজের বর্তমান সংখ্যা। নবম বর্ষ একাদশ সংখ্যা।
হ্যাঁ, প্রতিমাসে নিয়ম করেই বেরোচ্ছে কবিতার এই ছোটো পত্রিকা "পাখি সব করে রব'। ত্রিপুরার ধর্মনগর থেকে । পীযুষ কান্তি দাশবিশ্বাসের সম্পাদনাতে। অসম -ত্রিপুরার নবীন ও প্রবীণ কবিদের কবিতা নিয়ে সেজে উঠে। কখনো বা ঠাই পায় প্রতিবেশী ভাষাগুলোর কবিতাও, কিংবা সেগুলোর বাংলা অনুবাদ। কখনো বা ছোট্ট দুই একটি গদ্যও। সব চাইতে আকর্ষণীয় বোধ করি ছোট্ট মাপা আয়তনের ভারবহ সম্পাদকীয়। কিন্তু এবারে সংখ্যাটিও খানিক বড়। অতএব সম্পাদকীয়ও। প্রয়াত কবির সম্পর্কে সম্পাদক লিখেছেন নিজের বেদন-কথা।
না, এবারে কবিতার কাগজে কবিতা নেই। আছে প্রয়াত কবির স্মরণে ২২ খানা গদ্য আর দুটি সাক্ষাৎকার।
পাখি সব করে রব ৶ ১০৭ সংখ্যা ৶ কবি প্রবুদ্ধ সুন্দর কর স্মরণ সংখ্যা by Sushanta Kar on Scribd
No comments:
Post a Comment