জেনেছি আগুন
আগুনের নাম ভালোবাসা
তার সঙ্গে ঘর বাঁধা
আগুন আলগে আছি
অক্ষরের আগুন”--বইটিতে কোনও ভূমিকা নেই। না লেখকের, না অন্যের। এই শেষ কবিতাকেই তবে ধরে নিতে পারেন পাঠক --বইটির ভূমিকা। তমোজিৎ সাহার কবিতার বই। গত বছর ২০২১-শের অক্টোবরে এক সন্ধ্যায় শিলচর ইলোরা হোটেল সংলগ্ন ‘অবাক জলপান’ রেস্তোরাঁয় উন্মোচিত হয় বইটি। প্রকাশ করে দারুহারিদ্রা। তাঁদের এটি প্রকাশনার ষষ্ঠ বই। উন্মোচন করেছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ড. রাজকুমার মাজিন্দার ও কবি অমিতাভ দেব চৌধুরী।
এমনই সব ছোট্ট ছোট্ট ৪৪টি কবিতার সংকলন। পাঠক চট জলদি পড়ে নিতে পারবেন। শিলচর থেকে প্রকাশিত পূর্বোত্তরের একটি সুপরিচিত ছোটো কাগজ 'উজ্জ্বল পাণ্ডুলিপি'র সম্পাদক তমোজিত ইতিমধ্যে আরও পাঁচটি মূল্যবান বই যুগলে এবং একক সম্পাদনাতে প্রকাশ করেছেন। আশা করছি পাঠকের বইটি ভালো লাগবে।
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।
No comments:
Post a Comment