Tuesday, December 27, 2022

পাখি সব করে রব ৶ ১০১, ১০২ ও ১০৩ সংখ্যা

 


প্রতিমাসে নিয়ম করে বেরোচ্ছে  কবিতার এই ছোটো পত্রিকা "পাখি সব করে রব'  ত্রিপুরার ধর্মনগর থেকে । পীযুষ কান্তি দাশবিশ্বাসের সম্পাদনাতে। অসম -ত্রিপুরার নবীন ও প্রবীণ  কবিদের কবিতা নিয়ে সেজে উঠে। কখনো বা ঠাই পায় প্রতিবেশী ভাষাগুলোর কবিতাও, কিংবা সেগুলোর বাংলা অনুবাদ।  কখনো বা ছোট্ট দুই একটি গদ্যও। সব চাইতে আকর্ষণীয় বোধ করি ছোট্ট মাপা আয়তনের ভারবহ সম্পাদকীয়। একটু দেরি হল। 

এখানে যেগুলো এসে নৌকাতে চড়ল তার প্রথমটিতে সম্পাদকের আক্ষেপ ফেসবুকে লেখকভিড়ে মুড়ি মুড়কি একদর হচ্ছে। কে বা কারা দৈনিক, সাপ্তাহিক, মাসিক হিসেবে লেখকদের পুরস্কৃত করছে। আশঙ্কা ব্যক্ত করছেন, এই সব লেখকেরা একদিন জাটিঙার পাখির মতো হয়ে যাবেন না তো? মানে আত্মহত্যা করবেন না তো?  দ্বিতীয়টিতে অভিনন্দন জানালেন দৈনিক সাহিত্যপত্রের সম্পাদক রাজেশ চন্দ্র দেবনাথকে ইতিমধ্যে কাগজ বের করে দুই দুইটি রেকর্ডবুকে ঠাই নেবার জন্যে।  তৃতীয়টিতে ক্ষোভ ব্যক্ত করলেন রেলডিভিশন ত্রিপুরার কোথাও না হয়ে শিলচরে হচ্ছে বলে।  মার্চ, এপ্রিল আর মে’ ২০২২   তথা ৯ম বর্ষ ৫ম, ৬ষ্ঠ ও ৭ম  সংখ্যা তিনটি একত্রে রইল। আরও স্পষ্ট করলে পত্রিকার ১০১  থেকে ১০৩  সংখ্যা।  প্রথম দুটিতে ধারাবাহিকভাবে পুনর্মুদ্রিত হচ্ছে , আগেই শুরু, সদ্য প্রয়াত কবি প্রদীপ চৌধুরীর একটি পুরনো প্রবন্ধ কবিতাধর্ম। প্রবন্ধটির ৮ম ও ৯ম পর্ব। তৃতীয়টিতে কেন বা এর ধারাবাহিকতা খর্ব হয়েছে। এছাড়াও ১০১ সংখ্যাতে ১৬ জন, ১০২ সংখ্যাতে  ১৪ জন এবং ১০৩ সংখ্যাতে ১৯ জন কবির কবিতার রয়েছে।





   ত্রিপুরার অন্যতম প্রধান কবি তথা ঈশানের পুঞ্জমেঘের অন্যতম এডমিন সেলিম মোস্তফা এগুলো  দিলেন  "কাঠের নৌকো'র জন্যে। আগেকার সংখ্যাগুলোও এখানে পড়তে পারেন। সম্পাদক পীযুষ কান্তি দাশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এখানে দেখুন:



       আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন

পাখি সব করে রব ৶ ১০১ সংখ্যা by Sushanta Kar on Scribd

পাখি সব করে রব ৶ ১০২ সংখ্যা by Sushanta Kar on Scribd

পাখি সব করে রব ৶ ১০৩ সংখ্যা by Sushanta Kar on Scribd

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails