১৮৭জন কবির কবিতা ঠাঁই পেয়েছে। অধিকাংশই ত্রিপুরার। প্রয়াত কবিরাও রয়েছেন দেখছি অনেকে। সম্পাদক জানিয়েছেন, আছে যদিও অসম , পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের কবিরাও--তবু যেহেতু ত্রিপুরারই বেশি--ফলে সেই রাজ্যের কবিতার স্বরূপ অনেকটাই ধরা যাবে। পাতা সাজাতে যাকে যেখানে বসাতে হয়েছে বসিয়েছেন। কিন্তু সূচিপত্রটি বর্ণানুক্রমে সাজিয়ে পাঠকের সুবিধে করে দিয়েছেন। যথারীতি আগের থেকে ধারাবাহিকভাবে পুনর্মুদ্রিত হচ্ছিল সদ্য প্রয়াত কবি প্রদীপ চৌধুরীর একটি পুরনো প্রবন্ধ ‘কবিতাধর্ম’ । প্রবন্ধটির ৭ম পর্ব এখানে রয়েছে।
ত্রিপুরার অন্যতম প্রধান কবি তথা ঈশানের পুঞ্জমেঘের অন্যতম এডমিন সেলিম মোস্তফা এগুলো দিলেন "কাঠের নৌকো'র জন্যে। আগেকার সংখ্যাগুলোও এখানে পড়তে পারেন। সম্পাদক পীযুষ কান্তি দাশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এখানে দেখুন:
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।
পাখি সব করে রব ৶ ১০০ সংখ্যা by Sushanta Kar on Scribd
No comments:
Post a Comment