Sunday, October 10, 2021

আরেক আকাশ ৵ সরোজ বিশ্বাস


 বি সরোজ বিশ্বাসের জন্ম ১৯৩৬-এ ।  কৈশোর থেকেই কাব‍্যপ্রীতি। প্রথমে ছিলেন বিজ্ঞানের ছাত্র, পরে ইতিহাস নিয়ে এম এ করেন। পেশায় ছিলেন আয়কর বিভাগের আধিকারিক। প্রকাশিত কাব‍্যগ্রন্থ একটিই, 'আরেক আকাশ'(১৯৬৯)। এই বইয়ের বেশিরভাগ কবিতাই উত্তর-কৈশোর রচনা হলেও এক বিশুদ্ধ কবিমনের পরিচয় মেলে। বইটি বহুবছর থেকে পাওয়া যায় না। ১৯৮৭ সালে করিমগঞ্জ জেলায় এক পথদুর্ঘটনায় কবির মৃত‍্যু হয়। এখানে উল্লেখ করা যেতে পারে যে কবি সরোজ বিশ্বাস কবি স্বর্ণালী বিশ্বাস ভট্টাচার্যের বাবা। একটি হারিয়ে যাওয়া বই পাঠকদের সামনে তুলে আনতে পেরে আমরা খুশি। বইটি এবারেও সংগ্রহ করে দিয়েছেন 'ঈশানের পুঞ্জমেঘে'র সদস্য অভিজিৎ লাহিড়ি।


পুরো বইটি  আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের বোতামগুলো ব্যবহার করুন।  তবে মোবাইলে পড়লে ব্লগার এবং স্ক্রাইবড নামিয়ে নিলে সুবিধে।  

আরেক আকাশ ৵ সরোজ বিশ্বাস by Sushanta Kar

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails