Sunday, October 10, 2021

সৃষ্টিবিন্দু থেকে বলছি ৵ অপর্ণা দেব


 অপর্ণা দেবের এটি প্রথম ‘অনুগল্পে'র বই। সৃষ্টি বিন্দুর থেকে। এর আগে তাঁর একটি প্রবন্ধের বই বেরিয়েছিল। ‘বয়সের ফরোয়ার্ড মার্চ’। এবারে গল্পের বই। শুরুটা মনে হয় বৃদ্ধাবাস ‘বেলাভূমি’ থেকে। সেই আবাসনের আবাসিকদের কথা ভেবে ‘সেবা’ পত্রিকা করা। পত্রিকাটির প্রায় সব কটা সংখ্যাই এখানে পড়তে পারেন। করতে করতে নিজেও লেখক হিসেবে আত্মপ্রকাশ। আরও একটি প্রবন্ধ ও গল্পের বই প্রকাশের পথ চেয়ে আছে। বরেণ্য কথা শিল্পী রণবীর পুরকায়স্থ বর্তমান বইটির একটি ভূমিকা লিখে দিয়েছেন।

বইটি বেরিয়েছে এই বছরে এপ্রিল মাসে। প্রচ্ছদ সাজিয়ে দিয়েছেন রাজদীপ পুরি। ৩৪টি ছোট্ট ছোট্ট গল্পের সংকলন। কোনওটিই প্রায় ২ পৃষ্ঠার বেশি নয়। মূল্য মাত্র ১০০টাকা। যদি কেউ সংগ্রহ করতে চান উপরে তাঁর নামে ক্লিক করলেই ফেসবুক প্রফাইলে পৌঁছে গিয়ে কথা বলতে পারেন

   পুরো বইটিই  আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের বোতামগুলো ব্যবহার করুন। আপনার শুধু দরকার পড়তে পারে মোবাইলে পড়লে ব্লগার এবং স্ক্রাইবডনামিয়ে নিলে সুবিধে।

সৃষ্টিবিন্দু থেকে বলছি ৵ অপর্ণা দেব by Sushanta Kar on Scribd

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails