মহাবাহু এখন এক দশক ধরে বেরোচ্ছে
না। কিন্তু এই ২০২১-এর অক্টোবরে তিন দশক বয়স হবে গুয়াহাটি থেকে প্রকাশিত কবিতা
পত্রিকাটির। পূর্বোত্তরের কবি ও কবিতার কথা ভেবে বের করতেন সঞ্জয় চক্রবর্তী ও
অভিজিৎ লাহিড়ি। সম্প্রতি অভিজিৎ এর প্রথম দিককার চারটি সংখ্যা পিডিএফ করে পাঠালেন।
তাতেই কাঠের নৌকাতে চড়ছে ‘পঞ্চম সংখ্যা’টি। কিন্তু মাঝে বছর দুয়ের ফাঁক আছে। বীরেন্দ্র নাথ রক্ষিত সংখ্যা। তাঁকে নিয়ে একাধিক নিবন্ধও এই সংখ্যার বাড়তি প্রাপ্তি। এর আগে কিন্তু আমাদের
সংগ্রহ শালার শুরুর দিকেই ২০১০-এই চড়েছিল এর দুটি সংখ্যা। ইতিমধ্যে প্রথম,
তৃতীয় এবং চতুর্থ সংখ্যাও চড়েছে এখানে দেখতে মাউস রেখে টেপা দিন।
এই সংখ্যাতে পৃষ্ঠা সংখ্যা নেই। না পৃষ্ঠা এবং বিজ্ঞাপনের পাতা বাদ দিলে ১৬/১৭ হবে। সেকালে দাম রেখেছিলেন ১০টাকা
মাত্র।
পুরো
কাগজটি আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা
জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের
বোতামগুলো ব্যবহার করুন। তবে মোবাইলে পড়লে ব্লগার এবং স্ক্রাইবড নামিয়ে নিলে সুবিধে।
মহাবাহু ৵ চতুর্থ বর্ষ ৵ শরৎ ১৪০২ by Sushanta Kar on Scribd
No comments:
Post a Comment