মহাবাহু এখন এক দশক ধরে বেরোচ্ছে
না। কিন্তু এই ২০২১-এর অক্টোবরে তিন দশক বয়স হবে গুয়াহাটি থেকে প্রকাশিত কবিতা
পত্রিকাটির। পূর্বোত্তরের কবি ও কবিতার কথা ভেবে বের করতেন সঞ্জয় চক্রবর্তী ও
অভিজিৎ লাহিড়ি। সম্প্রতি অভিজিৎ এর প্রথম দিককার চারটি সংখ্যা পিডিএফ করে পাঠালেন।
তাতেই কাঠের নৌকাতে চড়ছে ‘চতুর্থ সংখ্যা’টি। এর আগে কিন্তু আমাদের সংগ্রহ শালারশুরুর দিকেই ২০১০-এই চড়েছিল এর দুটি সংখ্যা। ইতিমধ্যে প্রথম ও তৃতীয় সংখ্যাও চড়েছে এখানে দেখতে মাউস রেখে টেপা দিন।
এই সংখ্যাতে পৃষ্ঠা সংখ্যা নেই। না পৃষ্ঠা এবং বিজ্ঞাপনের পাতা বাদ দিলে ১৬/১৭ হবে। সেকালে দাম রেখেছিলেন ৫ টাকা মাত্র।
কারা
কী লিখেছিলেন আমরা শেষ প্রচ্ছদের ছবিতেই বলে দিচ্ছি। এখানে দেখুন 👉👉
No comments:
Post a Comment