Wednesday, July 28, 2021

মহাবাহু --দ্বিতীয় বর্ষ, প্রথম সংখ্যা; শরৎ ১৩৯৯

 

 



হাবাহু এখন এক দশক ধরে বেরোচ্ছে না।
কিন্তু এই ২০২১-এর অক্টোবরে তিন দশক বয়স হবে গুয়াহাটি থেকে প্রকাশিত কবিতা পত্রিকাটির। পূর্বোত্তরের কবি ও কবিতার কথা ভেবে বের করতেন সঞ্জয় চক্রবর্তী ও অভিজিৎ লাহিড়ি। সম্প্রতি অভিজিৎ এর প্রথম দিককার চারটি সংখ্যা পিডিএফ করে পাঠালেন। তাতেই  কাঠের নৌকাতে চড়ছে ‘তৃতীয়সংখ্যা’টি। এর আগে কিন্তু আমাদের সংগ্রহ শালারশুরুর দিকেই ২০১০-এই চড়েছিল এর দুটি সংখ্যা। ইতিমধ্যে প্রথম সংখ্যাও চড়েছে এখানে দেখতে মাউস রেখে টেপা দিন।

এই সংখ্যাতে পৃষ্ঠা সংখ্যা নেই। না পৃষ্ঠা এবং বিজ্ঞাপনের পাতা বাদ দিলে ১৬/১৭ হবে। সেকালে দাম রেখেছিলেন ৫ টাকা মাত্র।

     কারা কী লিখেছিলেন আমরা শেষ প্রচ্ছদের ছবিতেই বলে দিচ্ছি। এখানে দেখুন 👉👉


 

 পুরো কাগজটি  আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের বোতামগুলো ব্যবহার করুন।  তবে মোবাইলে পড়লে ব্লগার এবং স্ক্রাইবড নামিয়ে নিলে সুবিধে।  



মহাবাহু --দ্বিতীয় বর্ষ, প্... by Sushanta Kar

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails