‘দিশারি’ বি এইছ কলেজ,হাউলির বাংলা
বিভাগের কাগজ। ড০ শংকর করের সম্পাদনাতে দ্বিতীয় সংখ্যার বিষয় করেছেন রবীন্দ্রনাথ।
গোটা অসমের বর্তমান এবং প্রাক্তন ত্রিশ জন অধ্যাপক এবং মহাবিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্র-ছাত্রী বিচিত্র দিক থেকে ব্যক্তি
রবীন্দ্রনাথ ও তাঁর সামাজিক এবং সৃজন কর্ম নিয়ে লিখেছেন। ব্রহ্মপুত্র উপত্যকাতে
বহু শহরে গ্রামে বাংলা মাধ্যমের বিদ্যালয়গুলো যেখানে বিপন্নতার মুখোমুখি, মহাবিদ্যালয়গুলোর বাংলা বিভাগ যেখানে
অস্তিত্ব নিয়ে আশঙ্কাতে ভুগছেন---সেখানে গুয়াহাটি শহরের কিছু মহাবিদ্যালয়ের বাইরে
অন্যান্য জেলা মহকুমা শহরের বাংলা বিভাগের এহেন প্রয়াস একটি বিরল অভিজ্ঞতা। সূচীপত্র এখানে রইল :
ড০ শংকর কর কাগজটির পিডিএফ পাঠিয়েছেন কাঠের নৌকার জন্যে। তাঁকে ধন্যবাদ। কাগজটি পড়ে তাঁর এবং সহকর্মীদের মহতিপ্রয়াসকে আশা করি সবাই উৎসাহিত করবেন।
No comments:
Post a Comment