Monday, February 10, 2020

দিশারি, ২য় সংখ্যা : বি এইছ কলেজ, হাউলির বাংলা বিভাগের মুখপত্র



 



 দিশারি বি এইছ কলেজ,হাউলির  বাংলা বিভাগের কাগজ। ড০ শংকর করের সম্পাদনাতে দ্বিতীয় সংখ্যার বিষয় করেছেন রবীন্দ্রনাথ। গোটা অসমের বর্তমান এবং প্রাক্তন ত্রিশ জন অধ্যাপক এবং মহাবিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন ছাত্র-ছাত্রী বিচিত্র দিক থেকে ব্যক্তি রবীন্দ্রনাথ ও তাঁর সামাজিক এবং সৃজন কর্ম নিয়ে লিখেছেন। ব্রহ্মপুত্র উপত্যকাতে বহু শহরে গ্রামে বাংলা মাধ্যমের বিদ্যালয়গুলো যেখানে বিপন্নতার মুখোমুখি, মহাবিদ্যালয়গুলোর বাংলা বিভাগ যেখানে অস্তিত্ব নিয়ে আশঙ্কাতে ভুগছেন---সেখানে গুয়াহাটি শহরের কিছু মহাবিদ্যালয়ের বাইরে অন্যান্য জেলা মহকুমা শহরের বাংলা বিভাগের এহেন প্রয়াস একটি বিরল অভিজ্ঞতা। সূচীপত্র এখানে রইল :
        

   ড০ শংকর কর কাগজটির পিডিএফ পাঠিয়েছেন কাঠের নৌকার জন্যে। তাঁকে ধন্যবাদ। কাগজটি পড়ে তাঁর এবং সহকর্মীদের মহতিপ্রয়াসকে আশা করি সবাই উৎসাহিত করবেন।
        আপনি এখানেই বইটি পুরো পড়তে পারেন। অবসরে পড়বার জন্যে নামিয়ে নিতেও পারেন।মোবাইলে পড়তে হলে আপনার দরকার পড়তে পারে ১) ব্লগার্স এবং ২) স্ক্রাইবড। সেগুলো গোগোল প্লেস্টোর্স থেকে নামিয়ে নিলে সুবিধে।

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails