'উজান' প্রকাশিত হয় অসমের পুবপ্রান্তিক শহর তিনসুকিয়া থেকে। প্রকাশ করে উজান সাহিত্য গোষ্ঠী। বছরে মূলত একটিই সংখ্যা প্রকাশিত হয়, পুজোর আগে আগে। এবারে ২৯ সেপ্টেম্বর,
সন্ধ্যাবেলা -- তিনসুকিয়াতে এক অনুষ্ঠানে পত্রিকাটির এই পঞ্চদশ বর্ষ সংখ্যা উন্মোচন করেছিলেন সমাজকর্মী হরকুমার গোস্বামী। গেল কয়েকটি সংখ্যা কাগজটি কোনো না কোনো বিষয় ধরে প্রকাশিত হয়ে আসছিল। এবং অসম তথা অসমের বাইরের পাঠকদের মধ্যে সমাদৃত হয়ে আসছিল। এবারের
পত্রিকার বিষয় করা হয়েছে ‘নাগরিকত্ব ও গণতন্ত্র’। উন্মোচনী অনুষ্ঠানে একই বিষয়ে বক্তৃতা করতে আমন্ত্রণ জানানো
হয়েছিল হর কুমার গোস্বামীকে।
সবিতা দেবনাথের মুখ্য সম্পাদনাতে প্রকাশিত কাগজটির সম্পাদনা সমিতির বাকি সদস্যরা হচ্ছেন, অধ্যাপক সুশান্ত কর, অধ্যাপক সান্ত্বনা সেন শর্মা চৌধুরী, সুজয় রায় এবং ভানুভূষণ দাস।
সবিতা দেবনাথের মুখ্য সম্পাদনাতে প্রকাশিত কাগজটির সম্পাদনা সমিতির বাকি সদস্যরা হচ্ছেন, অধ্যাপক সুশান্ত কর, অধ্যাপক সান্ত্বনা সেন শর্মা চৌধুরী, সুজয় রায় এবং ভানুভূষণ দাস।
শিলচর বাতায়নে উজান |
আপনি এখানেই বইটি পুরো পড়তে পারেন। অবসরে পড়বার জন্যে নামিয়ে নিতেও পারেন।মোবাইলে পড়তে হলে আপনার দরকার পড়তে পারে ১) ব্লগার্স এবং ২) স্ক্রাইবড। সেগুলো গোগোল প্লেস্টোর্স থেকে নামিয়ে নিলে সুবিধে।
উজান ১৫ শ সংখ্যা : ২০১৯ by Sushanta Kar on Scribd
No comments:
Post a Comment