Tuesday, December 26, 2017

পাখি সব করে রবঃ ৪৯ এবং ৫০ -- ২টি সংখ্যা একত্রে




      চার পার করে পাঁচে পড়ল 'পাখি সব করে রব'। প্রতিমাসে নিয়ম করে বেরোচ্ছে কবিতার এই চটি পত্রিকা।  ত্রিপুরার ধর্মনগর থেকে । পীযুষ কান্তি দাশ বিশ্বাসের সম্পাদনাতে। অসম -ত্রিপুরার নবীন ও প্রবীণ  কবিদের কবিতা নিয়ে সেজে উঠে। কখনো বা ঠাই পায় প্রতিবেশী ভাষাগুলোর কবিতাও, কিংবা সেগুলোর বাংলা অনুবাদ।  কখনো বা ছোট্ট দুই একটি গদ্যও। সব চাইতে আকর্ষণীয় বোধ করি ছোট্ট মাপা আয়তনের ভারবহ সম্পাদকীয়। নভেম্বর এবং ডিসেম্বর, ২০১৭  ,  ষষ্ঠচত্বারিংশ থেকে ঊনপঞ্চাশৎ এবং পঞ্চাশৎ সংখ্যা --- দুটি সংখ্যা এবারে একত্রে  তুলে দেওয়া গেল।
         নভেম্বর সংখ্যাতে সম্পাদকের প্রশ্ন 'প্রতিবাদ না থাকলে কিসের সাহিত্য ?"  ডিসেম্বর সংখ্যাতে তরুণ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে রাষ্ট্রের দ্বারা হত্যার প্রতিবাদে সামিল হলেন সম্পাদক। এছাড়াও প্রথমটিতে রয়েছে কবি সেলিম মুস্তফার সম্প্রতি প্রকাশিত '১৮টি দীর্ঘ কবিতা' কাব্যগ্রন্থ নিয়ে  মিলন কান্তি দত্তের একটি সংক্ষিপ্ত আলোচনা। 
          ত্রিপুরার অন্যতম প্রধান কবি তথা ঈশানের পুঞ্জমেঘের অন্যতম এডমিন সেলিম মোস্তফা এগুলো  দিলেন  'কাঠের নৌকো'র জন্যে। সম্পাদক পীযুষকান্তি দাশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এখানে দেখুনঃ 
        আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের, সেটি এখান থেকে নামিয়ে নিন ( ম্যাক-কাফে সিকিউরিটি সফটোয়ার এড়িয়ে যাবেন)
            যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails