আগরতলা , ত্রিপুরার জ্ঞানবীক্ষণ প্রকাশনীর থেকে রাজেশ চন্দ্র দেবনাথের সম্পাদনাতে বেরোয় 'বজ্রকণ্ঠ' পত্রিকা। ২০১৪ জানুয়ারিতে প্রকাশিত ৭ম বর্ষ প্রথম সংখ্যা সাজিয়েছেন ভারত বাংলদেশের ১১৯জন নবীন -প্রবীণ কবির কবিতাতে । আর আছে কবিতা নিয়ে সানি সরকারের একটি গদ্য। পৃষ্ঠা সংখ্যা মাত্র ৩১। মূল্য ৩০ টাকা।
পাঠিয়েছিলেন, বেশ আগেই আমাদের তুলতে দেরি হলো বলে দুঃখিত।...সামান্য প্রায়োগিক সমস্যার জন্যে পৃষ্ঠাগুলো কিছু বাঁকা দেখালেও পড়তে অসুবিধে হবার কথা নয়।
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের, সেটি এখান থেকে নামিয়ে নিন ( ম্যাক-কাফে সিকিউরিটি সফটোয়ার এড়িয়ে যাবেন)।
যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।
No comments:
Post a Comment