ডাঃসৌমিত্র ঘোষ ডিব্রুগড় চিকিৎসা মহাবিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ তথা অধ্যাপক। এবং একজন সুলেখকও। এটি তাঁর তৃতীয় গ্রন্থ। এর আগে২০১৪তে বেরিয়েছিল পদ্যগ্রন্থ ‘মনোরোগ ছন্দে, মনোবিদের সঙ্গে'। এ বছরেই বেরিয়েছিল ‘মনোবিদের মনের কথা’ তাঁর দ্বিতীয় গ্রন্থ। দুটিই কাঠের নৌকাতে রয়েছে। এবারে এই তৃতীয় গ্রন্থ। ৯৭ পৃষ্ঠাতে কুড়িটি গদ্যের সংকলন। বিভিন্ন সময়ে বেরিয়েছিল 'সকালবেলা', 'যুগশঙ্খ' ইত্যাদি দৈনিকে। সেগুলোই এবারে বই আকারে প্রকাশ করেছে গুয়াহাটির ভিকি পাবলিশার্স।

আশা করছি আপনাদের ভালো লাগবে। পুরো বই আপনি এখানে, কম্প্যুটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারবেন। অথবা অবসরে নামিয়ে নিয়েও। নিচের বোতাম গুলো ব্যবহার করুন। আপনার দরকার পড়তে পারে এডোবে ফ্লাস্প্লেয়ারের। সেটি এখান থেকে নামিয়ে নিন।
যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।
মনোবিদ যা দেখে , মন দিয়ে তা লেখে by Sushanta Kar on Scribd
No comments:
Post a Comment