চটি
মাসিক কবিতার পত্রিকা 'পাখি
সব করে রবে'র
এটা চতুর্দশ থেকে সপ্তদশ সংখ্যা বেরিয়েছে
আলাদা ভাবেই। আমরা আন্তর্জাল সংস্করণে এক করে দিলাম। অর্থাৎ ডিসেম্বর, ২০১৪তে
প্রকাশিত ২য় বর্ষ, ২য় সংখ্যার থেকে শুরু করে মার্চ ২০১৫তে প্রকাশিত ২য় বর্ষ , ৫ম
সংখ্যা। যথারীতি অসম -ত্রিপুরার নবীন ও প্রবীণ কবিদের কবিতা নিয়ে সাজিয়েছেন। মাসে মাসে বের
করতে গিয়েও এই ছোট্ট কাগজের জন্যে নিয়মিত পছন্দের কবিতা পাচ্ছেন না, এই আক্ষেপ
সম্পাদক জানিয়েছেন চতুর্থ সংখ্যার সম্পাদকীয়তে। তবু, পাখি সব রব করে যাবেই। আমরা
আশ্বস্ত কাঠের নৌকাতেও এসে চড়বেই।
ত্রিপুরার অন্যতম প্রধান কবি সেলিম
মোস্তফা এটা দিলেন 'কাঠের
নৌকো'র
জন্যে।
সম্পাদক পীযুষকান্তি দাশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে চাইলে
এখানে দেখুনঃ
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে
পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের, সেটি এখান থেকে নামিয়ে নিন ( ম্যাক-কাফে সিকিউরিটি সফটোয়ার এড়িয়ে যাবেন)।
No comments:
Post a Comment