Tuesday, June 16, 2015

বর্ণমালার রোদ্দুর: ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতির মুখপত্র, ১৯শে মে, ২০১৫




   

র্ণমালার রোদ্দুর' শিলচরের ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ  সমিতির মুখপত্র', বেরোয় শিলচর থেকে। ১৯শে মে দিনে। শুরু থেকেই সম্পাদনা করে আসছেন সমিতির সম্পাদক ডাঃ রাজীব কর। এবারেও করেছেন। এবারে সম্পাদনার সঙ্গী হয়েছেন কবি –সাংবাদিক বিজয় কুমার ভট্টাচার্যও। প্রতিবারের মতোই এবারেও সাজিয়েছেন দিনটির সামাজিক , রাজনৈতিক , সাংস্কৃতিক তাৎপর্য বাহী বেশ কিছু প্রাসঙ্গিক  অনু নিবন্ধ এবং কবিতা দিয়ে।

          শুরুতেই রয়েছে সদ্য প্রয়াত কবি, সাংবাদিক অমিতাভ চৌধুরীর একটি ছোট্ট লেখা। সেই সঙ্গে ভাষা শহীদ স্টেশন স্মরণ সমিতির প্রযোজনাতে দোহারের শিল্পীদের সিডি ‘উনিশের ডাক’ সিডি প্রকাশ অনুষ্ঠান নিয়ে প্রতিবেদন, তার একটি লিখেছেন সায়ন বিশ্বাস। সেগুলো অবশ্য সংবাদ পত্রের থেকে পুনর্মূদ্রণ। বহু অনুপ্রবন্ধের সঙ্গে রয়েছে একগুচ্ছ কবিতাও।
        এই নিয়ে কাগজটির চারটি  সংখ্যা 'কাঠের নৌকাতে' চড়ল। নিচের বিষয় শ্রেণিতে ক্লিক করে আগেকার সংখ্যাগুলোতেও যেতে পারবেন সহজেই। কাগজটি আপনি এখানেই পুরো পর্দা জুড়ে পড়তে পারেন বা নামিয়ে নিয়ে পারেন আপনার কম্পিউটারে। শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের। সেটি এখান থেকে নামিয়ে নিন।



No comments:

Post a Comment

Related Posts with Thumbnails