Sunday, May 31, 2015

বিকেলের লাবণ্যরেখা

প্রতিটি কথার একটি উপকথা থাকে
জানি, প্রতিটি শব্দের থাকে যেমন একটি
জন্মরহস্য! আমি তাই শব্দ ভেঙে ভেঙে
জড়ো করি, আতস কাঁচের ভিতর সেই
শব্দকণাগুলি বিছিয়ে, উল্টে পাল্টে দেখি,
কোথায়ও লেগে আছে কি না সেই জন্ম
দাগ!”---লিখেছেন কবি ব্রজ কুমার সরকার ‘সাদাকথা’ কবিতাতে। ‘বিকেলের লাবণ্যরেখা’ প্রথম কবিতা। ৮৫টি কবিতার সংকলন। সব কবিতাই এহেন ‘সাদাকথা’ই । সহজ সরল কিছু অনুভব আবেগকে সাজিয়েছেন পদ্যে...কবিতায়। আশা করছি, পাঠকের ভালো লাগবে।
ব্রজ কুমার সরকারের জন্ম এবং প্রথম জীবন আগরতলাতেই। চাকরি সূত্রে দীর্ঘদিন ধরে  পশ্চিম বাংলার বর্ধমান জেলার দুর্গাপুরে প্রবাসী। সেখানে ত্রিষ্টুপ বলে একটি কাগজ সম্পাদনা করেন। আর চুটিয়ে কবিতা লেখেন। বর্তমান বই ‘বিকেলের লাবণ্যরেখা’র আগেও প্রকাশিত হয়েছে পাঁচখানা বই। ‘গুহাজীবন’ (১৯৯৮), অগ্নিবীমার ক্লাস (২০০১), অন্ধ নই চোখের অসুখ(২০০৩), ‘রাতের ভাস্কর’ (২০০৫), ‘অজ্ঞাতবাসের দিনগুলি’ (২০০৮)।
এখানেই পুরো পর্দা জুড়ে পড়তে পারেন বা নামিয়ে নিয়ে পারেন আপনার কম্পিউটারে। শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের। সেটি এখান থেকে নামিয়ে নিন।
 

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails