Wednesday, December 4, 2013

পাপের তটিনী ধ'রে: কবিতার বই

পাপের তটিনী ধ'রে 
 কতদূর ভেসে গেলে তবে
শাপলা হয়ে ফুটে ওঠে ধীরে
আমূল কর্দমে ডোবা 
এই দুই চোখ?

আঁধার কফিনগর্ভে
কত হাত দাফনের শেষে
শান্ত হয় জীবনের সকল অসুখ ?

কতখানি অন্ধ হলে তবে
দেখা যায় তব শুভ্র মুখ, গো শেফালী?

ততোধিক অন্ধ কর
নিভৃতে আমাকে... ' 

      এই তাঁর বইএর প্রথম কবিতা। নাম 'পাপের তটিনী ধ'রে সপ্তর্ষি বিশ্বাস এর একটি  কবিতার সংগ্রহ। বেরিয়েছিল কোলকাতার 'অনুবর্তন' প্রকাশনী থেকে ২০০৯এ। সপ্তর্ষি বাংলা কবিতার সুপরিচিত লেখক। অন্তত যারা বাংলা কবিতার নিবিড় পাঠক তাঁরা তাঁদের চেনেন, পড়েন। যারা প্রচার প্রতিষ্ঠা দেখে কবিতা পড়তে বসেন তাঁরা নাও চিনতে পারেন।  মূল নিবাস করিমগঞ্জ , আসাম। এখন কর্মসূত্রে থাকেন বাঙালুরু। আমরা নিজে তাঁর কবিতার সম্পর্কে বাড়তি কিছু না বলে তুলে দিচ্ছি প্রকাশকেরই মূল কথা কিছু ছবিতে নিচে দেখুন। পড়তে অসুবিধে হলে ছবিতে মাউস দু'বার ক্লিক করুন, বড় হয়ে যাবে।


 
   ৭৫টির অধিক  কবিতা রয়েছে এখানে।  প্রথমাশ্রম এবং দ্বিতীয়াশ্রমে ভাগ করে। সপ্তর্ষি নিজে  কাঠের নৌকার জন্যে পিডিএফটি  তৈরি করে দিলেন বলে তাঁকে ধন্যবাদ। ইচ্ছে মতো ছোট বা বড় করে, কম্পিউটার থেকে নামিয়ে নিয়ে পড়তে পারেন যখন তখন। শুধু কেমন লাগল তা মন্তব্য আকারে এখানে জানিয়ে দিলে ভালো লাগবে।

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails