Wednesday, December 4, 2013

যুগল বন্দীঃ একটি দশপদী কবিতার সংগ্রহ

'যুগল বন্দী'  একটি দশপদী কবিতার সংগ্রহ। সপ্তর্ষি বিশ্বাস এবং অনির্বাণ ধরিত্রীপুত্র বাংলা কবিতার সুপরিচিত লেখক। অন্তত যারা বাংলা কবিতার নিবিড় পাঠক তাঁরা তাঁদের চেনেন, পড়েন। যারা প্রচার প্রতিষ্ঠা দেখে কবিতা পড়তে বসেন তাঁরা নাও চিনতে পারেন। সপ্তর্ষির মূল নিবাস করিমগঞ্জ , আসাম। এখন কর্মসূত্রে থাকেন বাঙালুরু। অনির্বাণ কলকাতা নিবাসী। 'অনুবর্তন' পত্রিকাকে ঘিরে দু'জনের সখ্য পুরোনো।  কবিতা ভাবনাতেও তফাৎ নেই বিশেষ। দু'জনেই মানব জমিন আবাদ করে সোনা ফলান। কবিতা লেখা তাঁদের কাছে সাধনা বিশেষ। এই সংকলনে দু'জনে কিছু দশপদী লেখার চেষ্টা করেছেন। তাদের দাবি চতুর্দশপদীর নিগড় ভেঙ্গেচ্ছেন। দশ চরণ এবং দশাক্ষর হওয়াতে  কবিতাগুলো গীতিকবিতার কাছা কাছি এসছে অনেকটা। উপক্রমণিকা ১ এবং ২তে অনির্বাণ সেরকমই লিখেছেন।পড়েই বোঝা যাবে এই  উপক্রমণিকা বা ভূমিকাতে সপ্তর্ষির কোনো ভূমিকা নেই ।   বাকিটা পাঠকের বিচার।'  বইটি বেরিয়েছিল আগষ্ট ২০১০এ অনুবর্তন প্রকাশনী থেকেই। ৩৯টি কবিতা রয়েছে সপ্তর্ষির বাকিগুলো অনির্বাণের। কোনগুলো কার, সেই কথা প্রতি পৃষ্ঠার নিচে লিখে দিয়েছেন সপ্তর্ষি নিজে। কাঠের নৌকার জন্যে পিডিএফটিও তাঁরই তৈরি। ইচ্ছে মতো ছোট বা বড় করে, কম্পিউটার থেকে নামিয়ে নিয়ে পড়তে পারেন যখন তখন। শুধু কেমন লাগল তা মন্তব্য আকারে এখানে জানিয়ে দিলে ভালো লাগবে।

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails