Thursday, December 5, 2013

উন্মেষ: ১৯শ বর্ষ , ৭ম এবং ৮ম যুগ্ম সংখ্যা;সেপ্টেম্বর ২০১১

'উন্মেষ' পূর্বোত্তর ভারতের অন্যতম সুপরিচিত বাংলা কাগজ। বেরোয় একযোগে ত্রিপুরার কৈলাশহর  এবং কলকাতা থেকে। সম্পাদনা করে নির্মল কুমার দত্ত । এই সংখ্যাটি কাগজের উনবিংশ বর্ষ ,  ৭ম এবং ৮ম যুগ্ম সংখ্যা । বেরিয়েছিল সেপ্টেম্বর ২০১১তে । দেখতে গেলে সংখ্যাটি সামান্য পুরোনো বটে। ভেতরে গেলেই দেখবেন এর কোনটাই পুরোনো হবার নয়। বিশেষ করে শ্যামল ভট্টাচার্যে সম্পাদনাতে পাঞ্জাবী কথাসাহিত্যিক রাম স্বরূপ আণখীর জীবন এবং রচনা যখন এর প্রথমাংশ তখন এ এক বাড়তি প্রাপ্তী হয়ে যায়। দ্বিতীয়াংশের নিয়মিত প্রকাশনাতে রয়েছে যথারীতি অসম ত্রিপুরার লেখকদের এক গুচ্ছ সুনির্বাচিত ছোট গল্প এবং কবিতা। সব মিলিয়ে এর পৃষ্ঠা সংখ্যা ২৬৫। 
            রামস্বরূপের পরিচিতি শ্যামল ভট্টাচার্য নিজেই তুলে ধরেছেন। সঙ্গে আছে একটি দীর্ঘ সাক্ষাৎকার যাতে করে পাঞ্জাবী সাহিত্যের সম্পর্কে  বেশ একটা ভালো রকম ধারণা গড়ে তুলতেই সাহায্য করবে সংখ্যাটি। আমরা সেই নিয়ে কিছু লিখছি না, শুধু এই তথ্যটি ছাড়া যে পূর্বোত্তর ভারতের এই কথাশিল্পী মোহন ভাণ্ডারীর বই 'মুন দি আঁখ'এর  বাংলাতে  'কুমারী হরিণ চোখ' নামে অনুবাদ এবং প্রকাশ করে অনুবাদের সাহিত্য একাদেমি পেয়েছিলেন বছর দুই আগে। আণখীর ছোট গল্পের অনুবাদ  সংকলন প্রকাশও তাঁর পরিকল্পনাতে রয়েছে।
          আরো কিছু সংখ্যা আমাদের হাতে আছে , ধীরে ধীরে এখানে তুলব। আমাদের ধন্যবাদ সম্পাদক নির্মল কুমার দত্তকে, নিজেদের সাইট থাকা সত্তেও এখানে তোলবার অনুমতি দেবার জন্যে...

এখানেই পুরো পর্দা জুড়ে পড়তে পারেন বা নামিয়ে নিয়ে পারেন আপনার কম্পিউটারে। শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের। সেটি এখান থেকে নামিয়ে নিন

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails