Monday, September 30, 2013

‘কোরক বিকাশ সায়ন্তন বিদ্যাঙ্গন’-এর পত্রিকা ‘বৃন্ত’ ২০১২


সমের করিমগঞ্জ জেলার এক প্রান্ত শহর পাথারকান্দি। সেখান এক স্কুল ‘কোরক বিকাশ সায়ন্তন বিদ্যাঙ্গন’। সেই স্কুলের পত্রিকা ‘বৃন্ত’। ২০০৯ থেকে ২০১১ র তিনটি সংখ্যা ( দ্বিতীয় থেকে চতুর্থ) পরপর কাঠের নৌকাতে আগেই তোলা হয়েছিল। ২০১২র সংখ্যাটি আগেই  পাঠিয়েছিলেন সম্পাদক পঙ্কজ ভট্টাচার্য। কিন্তু নানা কারণে আমরা সময়ে এটি তুলতে ব্যর্থ হয়েছি।  নিয়ম করে  ১৯ মে তারিখে, ভাষা শহীদ দিবসে বেরোয় কাগজটি। আর পাঁচটা বিদ্যালয় পত্রিকা থেকে এই কাগজটি আলাদা এর জন্যে যে এর প্রতিটি সংখ্যাতে সম্পাদকমণ্ডলীর যত্নের ছাপ রয়েছে। এবারের সংখ্যাতে পরিবেশ ভাবানা গুরুত্ব পেয়েছে মনে হলো।    উৎসর্গ করেছেন প্রয়াত শিল্পী ভূপেন হাজরিকা আর ঔপন্যাসিক মামণী রায়সম গোস্বামীর স্মরণে।  কিছু আমন্ত্রিত বাকিটা ছাত্র-ছাত্রীদের লেখা একগুচ্ছ  কবিতা, নিবন্ধ, জানবার কথা দিয়ে সাজিয়েছেন তাঁরা এই কাগজ। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখানে পড়তে পারেন। কেবল , আপনার দরকার পড়তে পারে, এডোব ফ্লাসপ্লেয়ার । সেটি নামিয়ে নিন এখানথেকে।

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails