Monday, September 30, 2013

মে'খানা- শুধু কবিতারঃ আরম্ভ সংখ্যা, এপ্রিল ২০১২

'মে'খানাঃ শুধু কবিতার' সঞ্জয় ভট্টাচার্য এবং বিমলেন্দু ভৌমিক সম্পাদিত নতুন কাগজ। প্রথম সংখ্যা বেরিয়েছিল এপ্রিল, ২০১২তে গুয়াহাটিতে অনুষ্ঠিত 'উত্তরপূর্বাঞ্চল বাংলা লিটিল ম্যাগাজিন সম্মেলনে।' দ্বিতীয় সংখ্যার প্রস্তুতি চলছে। গোটা অসমের বিশেষ করে ব্রহ্মপুত্র উপত্যকার নবীন প্রবীণ কবিদের একগুচ্ছ কবিদের কবিতা নিয়ে প্রকাশিত কাগজে নিঃসন্দেহে সম্পাদকীয় রুচির ছাপ আছে। নবীনদের কবিতাই বেশি। তারপরেও কবি, কবিতা বাছাই এবং  অলঙ্করণে সম্পাদকীয় দক্ষতার ছাপও দৃষ্টি এড়িয়ে যাবে না। যদিও খুব বড় কিছু করেছেন বলে দাবি করেন নি, ছোট্ট সম্পাদকীয়টি পড়লেই বোঝা যাবে। যোগাযোগে সংক্রান্ত তথ্যও সেই সঙ্গে রইল। 


            কাগজটি এখানেই পড়তে পাবেন। চাইলে কম্পিউটার থেকে নামিয়ে পরেও পড়তে পারেন পুরো পর্দা জুড়ে বড় করে নিয়ে। শুধু আপনার দরকার পড়তে পারে এডোব ফ্লাসপ্লেয়ারের। সেটি এখানে ক্লিক করে নামিয়ে নিন।

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails