Friday, January 25, 2013

পশ্চিম বাংলার বাইরের বাকি ভারতের বাংলা সাহিত্য

শ্চিম বাংলার বাইরের বাকি ভারতের বাংলা সাহিত্য নিয়ে দু'দিনের একটি জাতীয় আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছিল সরসুনা কলেজে গেল ১৭-১৮ ফেব্রুয়ারি, ২০১২ । এটি সেই আলোচনাচক্রে উপস্থাপিত গবেষণাপত্রের নির্বাচিত সংকলন। অধ্যাপক ঊষারঞ্জন ভট্টাচার্য, অধ্যাপক দেবাশিস দত্ত, অধ্যাপক প্রসুন বর্মণ প্রমুখ সেই আলোচনা চক্রে পূর্বোত্তর তথা অসমের সাহিত্য সম্পর্কে বলেছিলেন। এছাড়াও এই সংকলন বাকি ভারতের বাংলা সাহিত্য সম্পর্কেও আমাদের ধারণাকে সমৃদ্ধ করবে বলে এখানে তুলে দিলাম। সংকলনটি আমাদের পাঠাবার জন্যে অধ্যাপক তন্ময় বীরকে ধন্যবাদ। 
               পড়ে ফেলতে পারেন নিচে। ইচ্ছে হলেই এখানেই পুরো পর্দা জুড়ে, নতুবা নামিয়ে নিন। দরকার পড়তে পারে ফ্লাসপ্লেয়ারের। সেটিও পেয়ে যাবেন এখানে।


No comments:

Post a Comment

Related Posts with Thumbnails