‘আউল’
অসমের শিলচরের থেকে প্রকাশিত একটি নতুন বাংলা সাময়িক পত্রিকা। শীতলাং পাবলিকেশন থেকে
কবি মোহাজির হুশেইন চৌধুরী এর প্রকাশক। সম্পাদক আশু চৌধুরী ও রাজেশ শর্মা। কলকাতার
শরৎ ইম্প্রেশন প্রাইভেট লিমিটেডে মুদ্রিত কাজটি একটি বাণিজ্যিক প্রয়াস। প্রকাশক কবি
মোহাজির হুশেইন চৌধুরী একে কাঠের নৌকাতে চড়ানো সম্ভব করেছেন। বর্তমান সংখ্যাটি ১৪৩১-এর
শারদীয় সংখ্যা। দুখানা প্রবন্ধ, আটখানা ছোটো গল্প, বাইশটি কবিতা ছাড়াও বিচিত্র বিষয়ের
প্রবন্ধে সাজানো হয়েছে। এর মধ্যে চলচ্চিত্র ও গ্রন্থ সমালোচনাও রয়েছে। বিস্তৃত নাম-পত্রেই পেয়ে যাবেন । প্রকাশ যদিও অসম থেকে—লেখক তালিকাতে
অসমের প্রধান্য থাকলেও আছেন বাকি ভারত এবং বাংলাদেশ থেকেও। শীতলাং পাবলিকেশন বেশ কিছু
বই প্রকাশের উদ্যোগও নিয়েছে। কাগজটিতে সেই সংবাদও মিলবেন।
অত্যন্ত সু-অলঙ্কৃত এবং সু-মুদ্রিত প্রায় দেড়শত পৃষ্ঠার কাগজটির মূল্য মাত্র ২৫০টাকা। যদিও এখানে পুরোটাই পড়া যাবে এখন। নিচের বোতাম টিপে বড় করে পর্দা জুড়ে পড়তে পারবেন। যেটি আপনার সুবিধে।অবসরে পড়বার জন্যে নামিয়ে নিতেও পারেন।মোবাইলে পড়তে হলে আপনার দরকার পড়তে পারে ১) ব্লগার্সএবং ২) স্ক্রাইবড। সেগুলো গোগোল প্লেস্টোর্স থেকে নামিয়ে নিলে সুবিধে।
আউল ৸ শারদীয় ১৪৩১ ৸ আত্মপ্রকাশ সংখ্যা by Sushanta Kar on Scribd
No comments:
Post a Comment