পূর্বোত্তরের কেউ একে "লিটল ম্যাগাজিন না' বলে ধরেন না। এরা নিজেরাই লিটল ম্যাগাজিন সম্মেলন একাধিকবার আয়োজন করেছিলেন। এই অব্দি আটটি সম্মেলনে নিজেরা প্রতিনিধিত্বও করেছেন সগৌরবে। কাগজটি যারাই পড়েছেন, জানবেন—এরা ভাষা সাহিত্য অনুশীলন অনুসন্ধানে হালকা কিছু করেন না। বহু কষ্ট করে প্রতিকুল পরিবেশে বের করেন।
৫৬ পৃষ্ঠার এই ছোট্ট কাগজে এরা গল্প কবিতা এবং চিন্তা সমৃদ্ধ প্রবন্ধে সাজিয়েছেন। যাঁরা লিখেছেন, তাঁদের নাম রইল একত্রে এখানে। এবং অন্যান্য তথ্য〰
পরিষদের পক্ষে কাগজটি প্রকাশ করেন সাধারণ সম্পাদক ধনঞ্জয় চক্রবর্তী।
এর আগেও চারটি সংখ্যা এসেছিল। এবারে আরও একটি সংখ্যা কাঠের নৌকাতে আসছে। ৩২ বছর, ৩য় সংখ্যা। আর সেটি সম্ভব করেছেন এর সম্পাদক কাশীনাথচক্রবর্তী(শঙ্কু)।
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন
কর্মশালা ৵ ৩২ বছর ৵ ৩য় সংখ্যা ৷৷ by Sushanta Kar on Scribd
No comments:
Post a Comment