Tuesday, October 1, 2024

মানবী ৷৷ ১৮শ বর্ষ ৷৷ ২য় সংখ্যা ৷৷ এপ্রিল-জুন, ২০২৪

 


"মানবী' অষ্টাদশীসতেরোতে পা দিয়ে শিলচরের "মানবী'-দের দ্বারা প্রকাশিত অসম তথা পূর্বোত্তরের এই গুরুত্বপূর্ণ ছোটো কাগজ এসে চড়েছিল "কাঠের নৌকা'তেএবারে এসে চড়ল অষ্টাদশ বর্ষ দ্বিতীয় সংখ্যা তথা এপ্রিল -জুন ২০২৪ সংখ্যা। ১০৪ পৃষ্ঠার কাগজ, মূল্য মাত্র ১০০ টাকা। 

এবারের সংখ্যাটি সমর্পিত হয়েছে গত বছর প্রয়াত "সাহিত্য' পত্রিকা সম্পাদক কবি অধ্যাপক বিজিৎ কুমার ভট্টাচার্য স্মরণে। কবিতাতে কলম ধরেছেন চন্দ্রিমা দত্ত ও স্বাতীলেখা রায়।  শুরুতেই পুনরুদ্ধার হয়েছে বিজিৎ ভট্টাচার্যের নিজের লেখা একটি গদ্য। পরেই "সাহিত্যের সংসার' কাহিনি লিখেছেন কবি পত্নী ও সহকর্মী শিখা ভট্টচার্য। এর পরেই পুনপ্রকাশিত হল অধ্যাপক উষা রঞ্জন ভট্টাচার্যের লেখা একটি পুরোনো চিঠি। এমন বিচিত্র গদ্যে কলম ধরেছেন গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তীর্থঙ্কর দাশ পুরকায়স্থ, পীযুষ রাউত, মনোতোষ চক্রবর্তী, রণবীর পুরকায়স্থ প্রমুখ আরও নজনে। শেষে রয়েছে প্রয়াত কবি সম্পাদকের সংক্ষিপ্ত জীবনী। 

        এই সংখ্যার সম্পাদনা করেছেন শর্মিলা দত্তপ্রচ্ছদ চিত্র যুগিয়েছেন পার্থ শীল।

        আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন.

 

মানবী ৷৷ ১৮শ বর্ষ ৷৷ ২য় সংখ্যা ৷৷ এপ্রিল-জুন, ২০২৪ by Sushanta Kar on Scribd

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails