"উনিশের ডাক' বাংলা সাহিত্য সভার উদ্যোগে প্রকাশিত একটি সংকলন গ্রন্থ। সম্পাদনা করেছেন নীহার রঞ্জন পাল। তাঁকে সহযোগিতা করেছেন উজ্জ্বলেন্দু দাস । বাংলা সাহিত্য সভা, অসম-এর পক্ষে সমন্বয়ক সন্দীপন দত্ত পুরকায়স্থ বইটি "কাঠের নৌকা'র জন্যে পাঠিয়েছেন। ভাষা আন্দোলন এবং ভাষা বিষয়ক গল্প কবিতা ও প্রবন্ধের সংকলন।বেশ কিছু বর্তমান এবং প্রয়াত লেখকের প্রবন্ধ এরা সংগ্রহ করে প্রকাশ করেছেন। রয়েছে বেশ কিছু গল্প কবিতা এবং গ্রন্থ আলোচনা। যদিও এরা প্রকাশ কাল লিখেছেন "ভাষা শহিদ দিবস, ২০২৪' প্রকৃতার্থে উন্মোচিত হয়েছে একমাস পরে ২২ শে জুন , ২০২৪-শে শিলচরে বাংলা সাহিত্য সভা, অসম আয়োজিত একটি অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাতে ধরে। ১৬০ পৃষ্ঠার কাগজ পড়তে চাইলে বিনিময় মূল্য এরা রেখেছেন ₹ ২২৫ /-- মাত্র।
বিস্তৃত নিচের ছবিতে দেখুন, শেষ প্রচ্ছদে।
উন্মোচন অনুষ্ঠানের কিছু দৃশ্য
পুরো বইটি আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের বোতামগুলো ব্যবহার করুন। আর মোবাইলে পড়লে ব্লগার এবং স্ক্রাইবড নামিয়ে নিলে সুবিধে।
উনিশের ডাক ।। ১৯-শে মে, ২০২৪ by Sushanta Kar on Scribd
No comments:
Post a Comment