Saturday, June 8, 2024

বর্ণমালার রোদ্দুর: ১৯শে মে, ২০২৪

 


বর্ণমালার রোদ্দুর' শিলচরের ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ  সমিতির মুখপত্র', বেরোয় শিলচর থেকে। ১৯শে মে দিনে। শুরু থেকেই সম্পাদনা করে আসছেন সমিতির সম্পাদক ডাঃ রাজীবকর। এবারে ২০২৪-এও তিনিই করেছেন।  প্রতিবারের মতোই এবারেও সাজিয়েছেন দিনটির সামাজিক , রাজনৈতিক , সাংস্কৃতিক তাৎপর্য বাহী বেশ কিছু প্রাসঙ্গিক  অনু নিবন্ধ এবং কবিতা দিয়ে। লিখেছেন আসাম এবং আসামের বাইরেরও বহু লেখক। তপোধীর ভট্টাচার্য, সুমিত্রা দত্ত, দীপক সেনগুপ্ত, মহুয়া চৌধুরী, বিজয়া দেব,  শতদল আচার্য, সুমিত্রা দত্ত, দীপক সেনগুপ্ত, দেবাশিস সায়ন চক্রবর্তী, নীহার রঞ্জন পাল, শর্মিলী দাস কানুনগো, নীলদীপ চক্রবর্তী, সত্যজিত বসু জয়, অঞ্জু এন্দো, বিজয় কুমার ভট্টাচার্য, বিপুল চক্রবর্তী, দিলীপ কান্তি লস্কর, দেবাশিস চন্দ, সুমনা রায়, কপোতাক্ষী ব্রহ্মচারী চক্রবর্তী, দেবেশ ঠাকুর প্রমুখ অনেকে। 

  বর্তমান সংখ্যাটি অষ্টাদশ সংখ্যা। মাঝে তিন বছর নানা কারণে কাগজটি বেরোয় নি। এর আগে ২০২০-এ সপ্তদশ সংখ্যা নিয়ে  কাগজটির দশটি  সংখ্যা 'কাঠের নৌকাতে' চড়ল। নিচের বিষয় শ্রেণিতে ক্লিক করে আগেকার সংখ্যাগুলোতেও যেতে পারবেন সহজেই।

           সম্পাদকের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ঠিকানাতে।

 


          পুরো কাগজটি  আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের বোতামগুলো ব্যবহার করুন। আর মোবাইলে পড়লে ব্লগার এবং স্ক্রাইবড নামিয়ে নিলে সুবিধে।

 

বর্ণমালার রোদ্দুর: ১৯শে মে, ২০২৪ by Sushanta Kar on Scribd

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails