‘সময়ের
পরিভাষা’ গল্পের কাগজ। দ্বিতীয় বছর চলছে। বেরোয় ত্রিপুরা থেকে। সম্পাদনা করেন অনুপ
ভট্টাচার্য, দুলাল ঘোষ, কিশোর রঞ্জন দে ও রঞ্জিত রায়। বহু আগে এই কথাশিল্পীরাই বের করতেন ‘পাঁচ/ছয়
ক্রীতদাস’ এবং পরে ‘পদক্ষেপ’ । তখন তাঁদের সহযাত্রী ছিলেন প্রয়াত কথাশিল্পী দীপক দেব।
তাঁরই ‘পদক্ষেপ’-এ লেখা সম্পাদকীয়ের টুকরো এবারে ‘সময়ের পরিভাষা’-র দ্বিতীয় বছর, তৃতীয়
সংখ্যার সম্পাদকীয়। এর আগে দ্বিতীয় বছর প্রথম সংখ্যা অব্দি পাঁচটি সংখ্যাই চেপেছিলকাঠের নৌকাতে। এবারে চড়ল দ্বিতীয় ও তৃতীয় সংখ্যা। পূর্বোত্তরের কাব্য আকাশের এক বড়
নক্ষত্র এবারে খসে গেলেন, চলে গেলেন কবি প্রদীপ চৌধুরী। চলে গেলেন আরও এক কবি লক্ষণ
বণিক ও গদ্যশিল্পী—সম্পাদকেরা লিখেছেন ‘ভাষাবিদ’দিলীপ চৌধুরী। তিনজনকেই স্মরণ করেছেন
ত্রিপুরার একাধিক সাহিত্য সহযাত্রী।ফলে গল্পের ভাগে এই সংখ্যাতে কম পড়েছে। পুলক চক্রবর্তী
ও কিশোর রঞ্জন দে-র দুটি গল্প রয়েছে। তৃতীয় সংখ্যাতে রয়েছে চারখানা গল্প।
ঈশানের পুঞ্জমেঘ গোষ্ঠীর অন্যতম সঞ্চালক কবি সেলিমমুস্তাফার সৌজন্যে সংখ্যাগুলোর পিডিএফ আমাদের সংগ্রহে এল।
সম্পাদকদের সঙ্গে যোগাযোগ করতে এখানে দেখুন
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।
সময়ের পরিভাষা ৸ ২য় বর্ষ ২য় সংখ্যা by Sushanta Kar on Scribd
সময়ের পরিভাষা ৸ ২য় বর্ষ ৩য় সংখ্যা by Sushanta Kar on Scribd
No comments:
Post a Comment