Saturday, April 3, 2021

উজান ৵ ষোড়শ সংখ্যা; ২০২০

জান এখন ষোড়শী। ষষ্ঠদশ সংখ্যা বেরোল গেল  ২৭ ডিসেম্বর, ২০২০ রবিবারে উন্মোচন করেন, সমাজকর্মী তথা গবেষক অধ্যাপক দেবব্রত শর্মা এবারে কাগজের মূল ভাবনা ছিল দেশভাগ, প্রব্রজন, নাগরিকত্ব এবং।নিরস প্রবন্ধে এবং সরস গল্পে বিষয়গুলো এসেছে। কবিতাতেও বহু কবি একে ছুঁয়েছেন। অনেকগুলো অ-বাংলা লেখাও সংগ্রহ করে অনুবাদে পরিবেশিত হয়েছেএর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রখ্যাত হিন্দি কথাশিল্পী অজ্ঞেয়’-র দেশভাগের প্রেক্ষাপটে এবং অসমিয়া কথাশিল্পী অরূপা পটঙ্গিয়া কলিতার অসম আন্দোলনের প্রেক্ষাপটে দুটি গল্প। ষাটের ভাষা আন্দোলনের দিনের সুবিখ্যাত হেমাঙ্গ-ভূপেন জুটির হারাধন রংমনগানের এবারে ষাট বছর। এর একটি পর্যালোচনা হাজির করেছেন দেবব্রত শর্মা।

        বাণী প্রসন্ন মিশ্র পূর্বোত্তরের স্বনাম ধন্য গবেষক, যাঁর দীর্ঘদিনের অধ্যয়নের বিষয়ই আমাদের বিষয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তাঁর লেখাটি সম্প্রতি বাংলা ও অসমিয়াতে স্বতন্ত্রভাবে প্রকাশিত গ্রন্থ আবহমান বাঙালি’ (উত্তরপূর্বীয় বাঙালির আত্মানুসন্ধান) থেকে নিয়ে পুনরুপস্থাপন করা হয়েছে মাত্র। সেরকম এই সংখ্যা সমৃদ্ধ হয়েছে দেশভাগ ও চলচ্চিত্র নিয়ে তিনটি লেখাতে। তার একটি প্রখ্যাত তথ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার লিখে দিয়ে সংখ্যাটির ভার বাড়িয়েছেন। সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত কথাশিল্পী  শ্যামল ভট্টাচার্য তাঁর উপন্যাসিকাতে কাশ্মীর সীমান্তের অতিস্বল্পচেনা জনজীবনের সঙ্গে আমাদের আলাপ করিয়ে দিয়েছেন। সেরকম ভারত বাংলাদেশের, পূর্বোত্তর এবং বাইরের জনা পঞ্চাশেক লেখক লেখিকার লেখাতে কাগজটি সেজে উঠেছে তাঁদের মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছেন, বাকি যারা লিখেছেন, তাঁদের মধ্যে উল্লেখ যোগ্য ---প্রবন্ধে দেবাশিস ভট্টাচার্য-মুম্বাই,বাসব রায়, কমল চক্রবর্তী,মৃন্ময় দেব, প্ৰণব কুমার হাজরিকা, দেবাশিস ভট্টাচার্য (শিলচর), রাজেন শর্মা, দিগন্ত শর্মা প্রমুখ। কবিতায়  রবিন ভট্টাচার্য, রাম চন্দ্র পাল , কমলিকা মজুমদার ,  দোলন চাঁপা দাস পাল ,  অভীক কুমার দে,  আবুল কাশিম তাপাদার, নীলদীপ চক্রবর্তী,স্নিগ্ধা নাথ,অর্জুন দাস, শান্তনু গঙ্গারিড়ি, শ্রীভদ্র,অরবিন্দ বিশ্বাস,জ্যোতিষ কুমার দেব,কোলাজ রায়,স্বস্তিসাধন চক্রবর্তী,শান্তনু সরকার,বসু ভট্টাচার্য,ইন্দ্রনীল,প্রবীর বসু,সেলিম মুস্তাফা প্রমুখ।গল্পে আরো রয়েছেন, কুমার অজিত দত্ত, সঞ্জীব দেবলস্কর, সমর দেব,  ইকবাল তাজওলী, অর্পিতা বিশ্বাস , দেবদুলাল গোস্বামী , সুস্মিতা মজুমদার , দেবব্রত সেনগুপ্ত প্রমুখ।
 
প্রচ্ছদ যথারীতি সাজিয়েছেন ত্রিদিব দত্ত ভেতরের অলঙ্করণে ছবি এঁকে দিয়েছেন পার্থসারথি দত্ত

 

অধ্যাপক দেবব্রত শর্মার সেদিনকার বক্তৃতাটি এখানে রইল👇👇


গতবারের পঞ্চদশ সংখ্যাও "কাঠের নৌকাতেচড়েছিল। গেলবারের বিষয় ছিল "নাগরিকত্ব ও গণতন্ত্র'। এবারেরটি তারই ধারাবাহিকতা।

এবারে চড়ছে ষোড়শ সংখ্যা...আপনি এখানেই পত্রিকাটি পুরো পড়তে পারেন। অবসরে পড়বার জন্যে নামিয়ে নিতেও পারেন।মোবাইলে পড়তে হলে আপনার দরকার পড়তে পারে ১) ব্লগার্স এবং ২) স্ক্রাইবড। সেগুলো গোগোল প্লেস্টোর্স থেকে নামিয়ে নিলে সুবিধে।

 

উজান ৵ ষোড়শ সংখ্যা; ২০২০ by Sushanta Kar

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails