Sunday, March 14, 2021

অস্ফুটে দ্রোহ ৵ আদিমা মজুমদার


 সাতডিঙা ডুবে , কলার ভেলায়
আমি বেগুলা--
জ্যান্ত লখাইকে নিয়ে
ডুব সাঁতারে।
শিলচর শহর।
পাশের বক্র নদীতে
কোন নাগে কামড়াইছে আমার লখাইরে
একে একে সব গয়না জলে।
কলার ভেলা, ফেবিকলের গাঁথা
আতপ্ত গরমে
জোড়া ছুটে যায়।
দেহ দিলাম, মন প্রাণ সবই দিলাম
আর দিলাম এটিএম কার্ড,
তবু লখাইর বিষ নামে না।
সাপের বিষেই মৃত্যু
ওঝা হয়ে সাপ চিনলাম না। ... কবিতার নাম জ্যান্ত লখাই। আছে ৩৫ পৃষ্ঠাতে। যে কেউ বুঝে যাবেন বইটির নাম কেন অস্ফুটে দ্রোহ। আদিমা মজুমদার মূলত কথা শিল্পী বলেই পরিচিত।  সম্প্রতি প্রকাশ পেল এই কবিতার বই। ৯৪ পৃষ্ঠার বই, ৬৫টি কবিতার সংকলন। একেবারে শেষে কিছু ‘ছড়া’। প্রচ্ছদ এঁকে দিয়েছেন কুহেলি দেবরায়। প্রকাশ করেছেন শিলচর ঘনিয়ালার ‘সাইমা প্রকাশন’। কাঠের নৌকাতে চড়াবার জন্যে দিয়েছেন স্বয়ং লেখিকা। কয়েকটি কবিতাতে প্রায়োগিক কারণে হরফগুলো ঠিক ঠাক আসে নি। বাকিটা পুরোই এখানে পড়তে পারবেন।


  পুরো বইটি  আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের বোতামগুলো ব্যবহার করুন।   মোবাইলে পড়লে ব্লগার এবং স্ক্রাইবড নামিয়ে নিলে সুবিধে।

অস্ফুটে দ্রোহ ৵ আদিমা মজুমদার by Sushanta Kar on Scribd

1 comment:

  1. অনেক অনেক ভালোবাসা, কাঠের নৌকোয় চড়তে দিলেন❤❤❤

    ReplyDelete

Related Posts with Thumbnails