এই দুই সংখ্যার প্রথমটিতে সম্পাদক সম্মান জানালেন পূর্বোত্তর ভারতের অন্যতম প্রধান ওয়েবজিন দৈনিক বজ্রকণ্ঠের প্রয়াসকে। দ্বিতীয় সম্পাদকীয়তে তিনি ক্ষোভ জানিয়েছেন, লভ জেহাদ, হনার কিলিং এবং আদালতের ভূমিকা নিয়ে। নভেম্বর এবং ডিসেম্বর, ২০২০ সংখ্যা, তথা ৮ম বর্ষ, ১ম ও ২য় সংখ্যা একত্রে রইল। আরো স্পষ্ট করলে পত্রিকার ৮৫ ও ৮৬ সংখ্যা। প্রথমটিতে ২১ জন, দ্বিতীয়টিতে ২০ জন নবীন প্রবীণের কবিতাতে সেজে উঠেছে।
ত্রিপুরার অন্যতম প্রধান কবি তথা ঈশানের পুঞ্জমেঘের অন্যতম এডমিন সেলিম মোস্তফা এগুলো দিলেন "কাঠের নৌকো'র জন্যে। সম্পাদক পীযুষকান্তি দাশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এখানে দেখুনঃ
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।
পাখি সব করে রবঃ ৮৫ by Sushanta Kar on Scribd
পাখি সব করে রবঃ ৮৬ by Sushanta Kar on Scribd
No comments:
Post a Comment