‘সাঁকো’ পত্রিকার এটি শীত সংখ্যা। ১ম বর্ষ, ৩য় সংখ্যা। উপদেষ্টা সুদীপ্তা ভট্টাচার্যের সৌজন্যে কাঠের নৌকাতে চড়ছে। তিনি শিলচরের বাসিন্দা। তাই বলে কাগজটি কোত্থেকে বেরোয় বলা কঠিন। সম্পাদক মণ্ডলী তাঁদের ফেসবুক পেজে এই কথাগুলো লিখেছেন, “সাঁকো সাহিত্য পত্রিকা'র কুশীলব বা সম্পাদকমণ্ডলীরা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে একযোগে পারস্পরিক সহযোগিতা মধ্য দিয়ে কাজ করেন। কলকাতা, শিলচর, আগরতলা, পুনে ও ব্যাঙ্গালুরু থেকে পত্রিকার বিভিন্ন কাজ করা হয়।” স্পষ্ট যে ‘লিটিল ম্যাগাজিনে’র পুরোনো চরিত্র পালটে যাচ্ছে। বৈদ্যুতিন প্রযুক্তির হাত ধরে। কম্পিউটার, মোবাইল আর আন্তর্জালের হাত ধরে। শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকা সম্পাদক মণ্ডলী বা তাদের সহযোগীতেই নয়, লেখা সংগ্রহ এবং অলঙ্করণের ধাঁচেও এর প্রমাণ মিলবে।
প্রায় অর্ধশত পৃষ্ঠার এই সু-অলঙ্কৃত কাগজে লিখেছেন, গোটা পূর্বোত্তর, পশ্চিম বাংলা সহ বাংলাদেশেরও কেউ কেউ। সূচিপত্র এখানে রইল। 👉👉
আপনি গোটা কাগজটাই এখানেই পড়তে পারেন, পরে পড়বার জন্যে নামিয়ে নিয়েও পড়তে পারেন। এবং অবশ্যই অন্যদের পড়বার জন্যে শেয়ারও করতে পারেন।
No comments:
Post a Comment