Tuesday, October 13, 2020

দাহ্য মাধুকরী ৷৷ সপ্তর্ষি বিশ্বাস


 


দাহ্য মাধুকরী’ সপ্তর্ষি বিশ্বাসের পঞ্চম গ্রন্থ। কবিতার বই। এর আগে চারটি বই কাঠেরনৌকাতে চড়েছিল। এর মধ্যে চতুর্থ  এই কবিতার বই উন্মাদের স্বপ্ন ও অন্যান্য বিজ্ঞপ্তি এই কাঠের নৌকাতেই প্রথম প্রকাশিত হয়। 

         সপ্তর্ষিকে এই ফেসবুক কোলাহলের দিনেও দাবি করেই বলা যেতে পারে নির্জনতা'র কবি। যদিও পূর্বোত্তর ভারতে যারাই আন্তর্জালে এখন লেখালেখি করেন তাদের সবার আগে যে দুই তিনজন নিজেদের উপস্থিতির জানান দিয়েছিলেন  সপ্তর্ষি তাঁদের অন্যতম। সেসব গেল দশকেরই শেষের ঘটনা। আর কবিতা লিখছেন আশির দশক থেকেই। ইতিমধ্যে একাধিক বই তাঁর বেরিয়েছেও। বর্তমান বইয়ের আগে তাঁর যে চারটি বই প্রকাশিত হয়েছিল, সেগুলো হচ্ছে...

 

            পাপের তটিনী ধরে (অনুবর্তন, ২০০৯)

            যুগল বন্দী (অনুবর্তন, ২০১০)

            হুমায়ুন ফরিদি ও অন্যান্য বিষাদগাথা ( অভিমান, ২০১২)

            গৃহপথগাথা (একক অক্ষৌহিনী, ২০১৩)

           

 

এর প্রথম তিনখানাই কাঠের নৌকাতেও এসেছে। নিজের একাধিক ব্লগে নিজের লেখা যেমন তুলে রাখেন, তেমনি অনুরাগীরা পড়বেন বলে তুলে রাখেন নিজের ভালো লাগা ভালো কবি'দের কবিতা-গল্প-গদ্যও। ঈশানের পুঞ্জমেঘেরও তিনি পুরোনো লেখক।  

                      ৪২টি কবিতার সংকলন। ৫০ পৃষ্ঠার বই।  আশা করছি ভালো লাগবে। এখানে পুরো, পৃষ্ঠা জুড়ে পড়তে পারেন। দরকারে নামিয়ে নিয়ে পরেও পড়তে পারেন। 

 

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails