Tuesday, October 13, 2020

সেবা ৷৷ ১০ম- ১১শ বর্ষ, ১৯, ২০, ২১, ২২শ সংখ্যা

 



সেবা' বছরে দু'বার বেরোয় করিমগঞ্জ, অসম থেকে। সম্পাদনা করেন অপর্ণা দেব। তাঁর সঙ্গে রয়েছেন অনুপ কুমার বণিক , প্রবালকান্তি সেন এবং বনানী চৌধুরী। শুধু মাত্র প্রবীণ নাগরিকদের জন্যে নিবেদিত আর কোনো কাগজ অসম থেকে বেরোয় আমাদের জানা নেই। 'বেলাভূমি' নামে একটি বয়স্কদের আবাসিক প্রতিষ্ঠান পরিচালনা করেন তাঁরা। কাগজটি তাঁরই মুখপত্র। আবাসিকদের মানসিক চাহিদা মেটাবার সঙ্গে সঙ্গে বাকি প্রবীণদের দিশা নির্দেশের কথা মাথাতে রেখেই কাগজটি বেরোয়। এবং কোনো চাকচিক্য ছাড়াই, শুধু তাঁদের দায়বদ্ধতার জোরেই ইতিমধ্যে অসম তথা পূর্বোত্তরে বেশ একটি খ্যাতি অর্জন করেছে কাগজটি। সে তার পাতাতে নজর বুলোলে যে কেউ ধরতে পারবেন।

এবারে একাধারে চারটি সংখ্যা  একেবারে পেলাম, একেবারে তুলে দিচ্ছি। ১০ম বর্ষ, ১৯শ ( দশম বর্ষ , ঊনবিংশ )  সংখ্যা থেকে ১১শ বর্ষ, ২২শ ( একাদশ বর্ষ , দ্বাবিংশ  )  সংখ্যা অব্দি।

           ১০ম বর্ষ, ১৯শ ( দশম বর্ষ , ঊনবিংশ )  সংখ্যাটি বেরোয় মে, ২০১তে। এর প্রচ্ছদ সাজিয়েছেন করিমগঞ্জের প্রাক্তন জেলা উপায়ুক্ত সঞ্জীব গোঁহাই বরুয়া। এতে যে লেখাগুলো রয়েছে, সেগুলো  এরকম d প্রবীণ নাগরিক - সমাজ ও রাষ্ট্রের ভূমিকা - অপর্ণা দেব ,জীর্ণ পাতা ঝরার বেলায় - অনিতা দাস ট্যাণ্ডন, সেবা আয়োজিত সেমিনার ,স্বপ্ন সন্ধানী -সুশান্ত চক্রবর্তী ,'অন্য কোথা, অন্য কোধখানে'.... অথবা চা' এর দোকানের বিষয়ে একটি গদ্য প্রচেষ্টা - সপ্তর্ষি বিশ্বাস ,ডেথ সার্টিফিকেট - প্রবীর আচার্য ,জয়ী - বর্ণালী মিত্র,তুমিই আমার লাকি চার্ম - অর্পিতা সরকার , বয়স - কাজল কুমার মুখার্জী , স্মৃতি - সৌমেন চট্টোপাধ্যায় ,মা ও ঈশ্বর - নিরূপম শর্মা চৌধুরি ,ষ্ট্রীম অফ কনশাসনেস - সুতপা দাস ,কল্পনার শাশুড়ি - তিথি বসুদত্ত ,একান্ত আলাপচারিতায় ,কাকতালীয় - স্বর্ণেন্দু রায় চৌধুরি , আহরণ -৬০ নয়, বয়স থাবা মারে ৪৫ বছর থেকে, বলছে সমীক্ষা ,স্বাধীন ভারত হিন্দু হোটেল

         


 
১০ম বর্ষ, ২০শ ( দশম বর্ষ ,  বিংশতি )  সংখ্যাটি বেরোয় অক্টোবর, ২০১তে। এর প্রচ্ছদ সাজিয়েছেন করিমগঞ্জের প্রাক্তন জেলা উপায়ুক্ত সঞ্জীব গোঁহাই বরুয়া। এতে যে লেখাগুলো রয়েছে, সেগুলো  এরকম d ডায়াবেটিস কেন বাড়ছে - সুদীপ নাথ ,চপ্পল – কমলেশ্বর,ঠাম্মা - তমালী চক্রবর্তী, সেবা' পত্রিকার দশ বছর,শেষ থেকে শুরু - মাধুরী সেনগুপ্ত, স্মৃতিচারণ - মমতা শঙ্কর ,সঙ্ঘমিত্রা শুধু তোমারই জন্যে  - অরুণ কুমার ঘোষ ,বেলাভূমি - ঈশানী দূর্বা পুরকায়স্থ,কবিতার নাম - বাবাকে , ব্রুটাস বিষয়ক সনেট - জন্মজিৎ রায়,                          বাবা - সূমন পাটারী ,এলবাম - অর্চিতা সরকার ,খড়কি থেকে সিংহ দুয়ার,এই আমাদের পৃথিবী - রূপাঞ্জলী ব্যানার্জী ,             গল্পমালা - অলক রায় ; আহরণ-পরিবর্তন এক, দুই, তিন ,এক যে আছে কিপটে বুড়ো - রুমা ব্যানার্জী , বৃদ্ধাবাস - মন্দিরা দে ,রবীন্দ্র অনুভবে : তোমাকে পাই - সুতপা দাস ,আমার মা, সেরা মা - দীপঙ্কর সরকার,একান্ত আলাপচারিতায় - শিবানী বিশ্বাস ,প্রবীণদের হিতার্থে প্রণীত আইন সমূহ ও তাদের প্রায়োগিক সাফল্য - মুখলিসা ফারহানা রহমান ,সেবা' পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন ।।

          


১১শ বর্ষ, ২১শ ( একাদশ বর্ষ , এক বিংশ  )  সংখ্যা  বেরোয় জুন, ২০১৯-এ। এর প্রচ্ছদ সাজিয়েছেন পুরুলিয়ার অভিজিত মাঝি। এতে যে লেখাগুলো রয়েছে, সেগুলো  এরকম d সেবার অন্যতম দিশারী হোউক সেবা' - অরবিন্দ রায় ,আর কটা দিন বাঁচুক ওঁরা বাঁচার আনন্দে - ড০শিবতপন বসু ,পূর্ব পুরুষদের ভিটে - বিনোদলাল চক্রবর্তী ,মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো!  - সুজয় কুমার রায়,আম্রপালি - মেঘমালা দে মহন্ত ,শুরুর পরে - মাধুরী সেনগুপ্ত ,অরুণদাদু - কৃষ্ণজ্যোতি দেব,দেহ-মন - সুদর্শন নন্দী ,গাঁ গেরামের গপ্পো-গ্রাম বাংলার মা - দীপঙ্কর সরকার ,আহরণ--শূন্য ,জন্মদিন ও নব্বই বছর - চন্দন চক্রবর্তী ,অন্য ভালোবাসা ,একলা একা ,অভাবটা - সুমন পাটারী ,অনন্য মিছিল - বিদ্যুৎ চক্রবর্তী ,উত্তর পূর্ব লিটলম্যাগ সম্মেলন ও আমার কথা - চয়ন বণিক,একান্ত আলাপচারিতায় ।।



১১শ
বর্ষ, ২২শ ( একাদশ বর্ষ , দ্বাবিংশ  )  সংখ্যা  বেরোয় অক্টোবর, ২০১৯-এ। এর প্রচ্ছদ সংগৃহীত হয়েছে আন্তর্জাল থেকে । এতে যে লেখাগুলো রয়েছে, সেগুলো  এরকম d সাঁঝ বেলার যাত্রী - অরবিন্দ রায় ,বার্ধক্য ও সক্ষমতা - দেবাশিস দত্ত ,দেশান্তরে যাত্রার সেই দিনটি - কুমার অজিত দত্ত ,কার্তিক দাদু  - ভাস্বতী দাশগুপ্ত ,সুসন্তান - ফাহমিদা খানম ,সায়াহ্নের পাঠশালা - চন্দ্রিমা দত্ত ,শ্রেষ্ঠ উপহার - অরূপ কুমার দেব,বরং বৃদ্ধাশ্রমে ভালো আছি - দীপঙ্কর সরকার,অলকা নিকেতন  - বিজয়া দেব,মনে পড়ে সেই সব দিন - ডাঃ কমলেশ দে ,মায়ের কথা - দিলীপ কান্তি লস্কর,স্মৃতি - সৌমেন চট্টোপাধ্যায় ,মায়ের কথা - বিজয় ঘোষ,আহরণ--দুঃখের সৌরভ ,স্বপ্নের চাবিকাঠি ,হায়রে বুড়ি পথের নুড়ি  - অশোক কুমার ঠাকুর ,সেই সাধারণ বৃদ্ধ মানুষ - সোমশুভ্র দাস ,সক্ষম বার্ধক্য  - করুণাকান্তি দাস ,আমার মা কোথায় - তুষার ঠাকুর ,                        মা - তারাপদ রায় , বুড়ো আমি,বুড়ো হয়েও বুড়ো হয়েছি কি - প্রমোদরঞ্জন সাহা,একান্ত আলাপচারিতায় ,পাঠ প্রতিক্রিয়া ,দাদুর সাথে রথযাত্রা - পূজারাণি দাস ,দাদুর ডাইরী - নিবেদিতা দাস ,বৃদ্ধাশ্রমের দাদু-ঠাম্মার গল্প - সুপ্রিয়া ঘোষ ,আমারজীবনে ঠাকুমার প্রভাব - মণিকা বর্ধন ,বৃদ্ধাশ্রমের দাদু ঠাম্মার কাহিনি - লিপিকা দাস ।।

           আশা  করছি আপনাদের সবার ভালো লাগবে। সম্পাদিকার নামে ক্লিক করলেই তাঁকে পেয়ে যাবেন ফেসবুকে। আলাপ করতে পারেন, যোগাযোগতো বটেই।

       পুরো কাগজ চারটি  আপনি নির্বিঘ্নে এখানে পড়তে পাবেন। আপনার কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে পরে অবসরেও পড়তে পারেন। তার জন্যে নিচের বোতামগুলো ব্যবহার করুন। আপনার শুধু দরকার পড়তে পারে মোবাইলে পড়লে ব্লগার এবং স্ক্রাইবডনামিয়ে নিলে সুবিধে।

সেবা ৷৷ ১০ম বর্ষ, ১৯শ সংখ্যা by Sushanta Kar on Scribd

সেবা ৷৷ ১০ম বর্ষ, ২০শ সংখ্যা by Sushanta Kar on Scribd

সেবা ৷৷ ১১শ বর্ষ, ২১শ সংখ্যা by Sushanta Kar on Scribd

সেবা ৷৷ ১১শ বর্ষ, ২২শ সংখ্যা by Sushanta Kar on Scribd

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails