Saturday, September 12, 2020

কবিতার থেকে দূরে ৷৷ স্বর্ণালী বিশ্বাস

   

       স্বর্ণালী বিশ্বাসের দ্বিতীয় বই ‘কবিতার থেকে দূরে’। প্রকাশক কৃত্তিবাস, ২০০৬। কবিতাগুলোর রচনাকাল ১৯৯৫-২০০৫  । ঈশানের পুঞ্জমেঘ পরিবারের সদস্য অভিজিৎ লাহিড়ির সৌজন্যে চড়ল ‘কাঠের নৌকা’তে। এর আগে চড়েছিল ‘জলসখি’
         স্বর্ণালী বিশ্বাস পূর্বোত্তরে উজ্জ্বল কবিদের অন্যতমা। স্বর্ণালি বিশ্বাস (পরবর্তীতে বিশ্বাস ভট্টাচার্য) জন্ম ১৯৭১ সালে গৌহাটিতে। বাবা সরোজ বিশ্বাস ছিলেন কবি। ছয় বছর বয়স থেকে কবিতা লেখা শুরু। কৈশোর তারুণ্য কাটিয়েছেন শিলচরে পড়েছেন জিসি কলেজে। ইংরাজি সাহিত্যের ছাত্রী, গবেষণা করেছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যালসের নারী চরিত্রের ওপর।  এপর্যন্ত প্রকাশিত কাব্যংগ্রন্থের সংখ্যা  ছয়। পেয়েছেন সৈকত, কৃত্তিবাস ও যুগশঙ্খ পুরস্কার। পেশায়  শিক্ষিকা স্বর্ণালী এখন থাকেন শিলঙে।




আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।  


কবিতার থেকে দূরে ৷৷ স্বর্ণালী বিশ্বাস by Sushanta Kar on Scribd

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails