Monday, September 14, 2020

অভিনয় ত্রিপুরা ৷৷ মে,জুন, জুলাই এবং আগস্ট বিশেষ বৈদ্যুতিন সংখ্যা

 


হুদিন বিরতির পরে আমার ‘অভিনয় ত্রিপুরাআন্তর্জালে। কাঠের নৌকাতে। সম্পাদক বলছেন, অনলাইন বিশেষ সংখ্যা।আকার ক্ষীণ হয়েছে। ছাপা সংস্করণও নেই। তবু বেরুচ্ছে। পথ চলছে অভিনয় ত্রিপুরা। এর আগে চারটি সংখ্যা কাঠেরনৌকাতে চড়েছে।

এবারে একই সঙ্গে আমরা চারটি সংখ্যা চড়াচ্ছি। মে,জুন, জুলাই এবং আগস্ট ২০২০ বিশেষ অনলাইন সংখ্যা।    মুনমুন ঘটকের সম্পাদনাতে বেরোয় পশ্চিম ত্রিপুরার , দক্ষিণ বাধার ঘাট থেকে।  নাটক যে অভিনয় করা বা দেখবার বাইরেও একটি সাহিত্যিক বিষয়, সাধারণত আমাদের সাহিত্যের কাগজগুলোও ভুলে থাকেন। তাই , নাটক প্রায়ই প্রকাশের মুখ দেখে না। উত্তর পূর্বাঞ্চলে বহু প্রতিভাবান নাট্যকার থাকা সত্ত্বেও করতে গেলে নাটক পাওয়া ভার হয়। অভিনয় ত্রিপুরা এই ঘরানা পালটে দিচ্ছে। নিয়মিত নাটক প্রকাশ করছে । সঙ্গে  আছে নাটক নিয়ে বেশ কিছু প্রবন্ধ, কথোপকথন 

যথারীতি আমাদের ঈশানের পুঞ্জমেঘ পরিবারের সদস্য এবং এই পত্রিকার সম্পাদনা সমিতির অন্যতম সদস্য কবি-অভিনেতা লক্ষণ কুমার ঘটকের সৌজন্যে   পিডিএফগুলো  পাওয়া। 




 আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। মোবাইলে পড়লে আপনার দরকার পড়তে পারে ১) ব্লগার্স , ২) স্ক্রাইবড এপের। নামিয়ে নিন, আর পড়তে থাকুন।

 

অভিনয় ত্রিপুরা ৷৷ অনলাইন বিশেষ মে, ২০ সংখ্যা by Sushanta Kar on Scribd

অভিনয় ত্রিপুরা ৷৷ অনলাইন বিশেষ জুন, ২০ সংখ্যা by Sushanta Kar on Scribd

অভিনয় ত্রিপুরা ৷৷ অনলাইন বিশেষ জুলাই, ২০ সংখ্যা by Sushanta Kar on Scribd

অভিনয় ত্রিপুরা ৷৷ অনলাইন বিশেষ আগস্ট, ২০ সংখ্যা by Sushanta Kar on Scribd

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails