এবারে একই সঙ্গে আমরা চারটি সংখ্যা চড়াচ্ছি। মে,জুন, জুলাই এবং আগস্ট ২০২০ বিশেষ অনলাইন সংখ্যা। মুনমুন ঘটকের সম্পাদনাতে বেরোয় পশ্চিম ত্রিপুরার , দক্ষিণ বাধার ঘাট থেকে। নাটক যে অভিনয় করা বা দেখবার বাইরেও একটি সাহিত্যিক বিষয়, সাধারণত আমাদের সাহিত্যের কাগজগুলোও ভুলে থাকেন। তাই , নাটক প্রায়ই প্রকাশের মুখ দেখে না। উত্তর পূর্বাঞ্চলে বহু প্রতিভাবান নাট্যকার থাকা সত্ত্বেও করতে গেলে নাটক পাওয়া ভার হয়। অভিনয় ত্রিপুরা এই ঘরানা পালটে দিচ্ছে। নিয়মিত নাটক প্রকাশ করছে । সঙ্গে আছে নাটক নিয়ে বেশ কিছু প্রবন্ধ, কথোপকথন।
যথারীতি আমাদের ঈশানের পুঞ্জমেঘ পরিবারের সদস্য এবং এই পত্রিকার সম্পাদনা সমিতির অন্যতম সদস্য কবি-অভিনেতা লক্ষণ কুমার ঘটকের সৌজন্যে পিডিএফগুলো পাওয়া।
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। মোবাইলে পড়লে আপনার দরকার পড়তে পারে ১) ব্লগার্স , ২) স্ক্রাইবড এপের। নামিয়ে নিন, আর পড়তে থাকুন।
অভিনয় ত্রিপুরা ৷৷ অনলাইন বিশেষ মে, ২০ সংখ্যা by Sushanta Kar on Scribd
অভিনয় ত্রিপুরা ৷৷ অনলাইন বিশেষ জুন, ২০ সংখ্যা by Sushanta Kar on Scribd
অভিনয় ত্রিপুরা ৷৷ অনলাইন বিশেষ জুলাই, ২০ সংখ্যা by Sushanta Kar on Scribd
অভিনয় ত্রিপুরা ৷৷ অনলাইন বিশেষ আগস্ট, ২০ সংখ্যা by Sushanta Kar on Scribd
No comments:
Post a Comment