প্রতিমাসে নিয়ম করে বেরোচ্ছে কবিতার এই চটি পত্রিকা 'পাখি সব করে রব'। ত্রিপুরার ধর্মনগর থেকে । পীযুষ কান্তি দাশ বিশ্বাসের সম্পাদনাতে। অসম -ত্রিপুরার নবীন ও প্রবীণ কবিদের কবিতা নিয়ে সেজে উঠে। কখনো বা ঠাই পায় প্রতিবেশী ভাষাগুলোর কবিতাও, কিংবা সেগুলোর বাংলা অনুবাদ। কখনো বা ছোট্ট দুই একটি গদ্যও। সব চাইতে আকর্ষণীয় বোধ করি ছোট্ট মাপা আয়তনের ভারবহ সম্পাদকীয়। আমরাও পেয়ে যাই সময় মতই। এ আমাদের অপরাধ যে সময় মতো সবক'টি এখানে নিয়ে আসতে পারি না। সেরকমই দু'টি নভেম্বর, ডিসেম্বর ২০১৮ সংখ্যা, যথাক্রমে একষট্টি বাষট্টি সংখ্যা, তথা ৬ষ্ঠ বর্ষ ১ম ও ২য় সংখ্যা এবারে একত্রে তুলে দেওয়া গেল।
নভেম্বর সংখ্যাতে সম্পাদকের ক্ষোভ খুব ভালো কবিতা পাওয়া যাচ্ছে না, তবু কান পেতে আছেন 'সেই কবির লাগি...' ডিসেম্বর সংখ্যাতেও সেই হতাশার বিস্তার। তাঁর প্রশ্ন কী বলতে চায় আজকের কবিতা? দু'টি সংখ্যাই একগুচ্ছ নবীন প্রবীণ কবিদের কবিতাতে সাজানো।
ত্রিপুরার অন্যতম প্রধান কবি তথা ঈশানের পুঞ্জমেঘের অন্যতম এডমিন সেলিম মোস্তফা এগুলো দিলেন 'কাঠের নৌকো'র জন্যে। সম্পাদক পীযুষকান্তি দাশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এখানে দেখুনঃ
আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। যারা মোবাইলে পড়ছেন তাদের হয়তো দুটো এপ্স দরকার পড়তে পারে। ১) ব্লগার্স, ২) স্ক্রাইবড। নাম দুটিতে ক্লিক করে প্রাসঙ্গিক লিঙ্কে পৌঁছান। নামিয়ে নিন। আর একে একে পড়তে থাকুন।
পাখি সব করে রবঃ ৬১ by Sushanta Kar on Scribd
পাখি সব করে রবঃ ৬২ by Sushanta Kar on Scribd
sundor post https://bit.ly/30UHtZu
ReplyDelete