প্রতিমাসে নিয়ম করে
বেরোচ্ছে কবিতার এই চটি পত্রিকা 'পাখি সব করে রব'। ত্রিপুরার ধর্মনগর
থেকে । পীযুষ কান্তি দাশ বিশ্বাসের সম্পাদনাতে। অসম -ত্রিপুরার নবীন ও প্রবীণ কবিদের কবিতা নিয়ে সেজে উঠে। কখনো বা ঠাই পায়
প্রতিবেশী ভাষাগুলোর কবিতাও, কিংবা
সেগুলোর বাংলা অনুবাদ। কখনো বা ছোট্ট দুই
একটি গদ্যও। সব চাইতে আকর্ষণীয় বোধ করি ছোট্ট মাপা আয়তনের ভারবহ সম্পাদকীয়। আমরাও
পেয়ে যাই সময় মতই। এ আমাদের অপরাধ যে সময় মতো সবক'টি এখানে নিয়ে আসতে পারি না। সেরকমই তিনটি জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ ২০১৯ সংখ্যা, যথাক্রমে একষট্টি বাষট্টি সংখ্যা, তথা ৬ষ্ঠ বর্ষ ৩য়, ৪র্থ ও ৫ম
সংখ্যা এবারে একত্রে তুলে দেওয়া
গেল।
জানুয়ারি সংখ্যাতে সম্পাদকের ক্ষোভ প্রচুর কবিতার বই বেরোচ্ছে, সে তুলনাতে গল্প, প্রবন্ধের বেরোচ্ছে না। কোথাও যেন অশিক্ষা, অদীক্ষার চাপ রয়েছে। ফেব্রুয়ারি সংখ্যার সম্পাদকীয় হেঁয়ালি ভরা। প্রচুর কবিতার বই হাতে নিয়ে পাঠকের বদলে তৃপ্ত কবি। 'কাকে মনে রেখেছে সময়?' প্রশ্নটি কি সেই আগের সংখ্যার ক্ষোভের বিস্তার? ভাবায়। মার্চ সংখ্যার সম্পাদকীয় যে কোনো কবিতার মতোই বহুস্বরিক। কাকে বলছেন, তিনশ সন্তান? 'উপরে কাঁটা, নিচে কাঁটা। মধ্যিখানে মতি ব্যাটা'--র মানে আমরা স্পষ্ট করবার চেষ্টাও করছি না। তিনটি সংখ্যাই একগুচ্ছ নবীন প্রবীণ কবিদের কবিতাতে সাজানো।
ত্রিপুরার অন্যতম প্রধান কবি তথা ঈশানের
পুঞ্জমেঘের অন্যতম এডমিন সেলিম মোস্তফা এগুলো
দিলেন 'কাঠের নৌকো'র
জন্যে। সম্পাদক পীযুষকান্তি দাশ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এখানে দেখুনঃ
পাখি সব করে রবঃ ৬৩ সংখ্যা by Sushanta Kar on Scribd
পাখি সব করে রবঃ ৬৪ সংখ্যা by Sushanta Kar on Scribd
পাখি সব করে রবঃ ৬৫ সংখ্যা by Sushanta Kar on Scribd
No comments:
Post a Comment