কেমন লেখেন দেবলীনা সেনগুপ্ত? "কুয়াশাদুপুরে নির্জন অলিন্দে এসে চুপ করে বসে থাকে তাঁর কবিতা।... এক ভীষণ মায়াবী বাকরীতি তাঁর আনুগত্য স্বীকার করেছে। বেদনার ভেতরেও যে প্রগাঢ় সৌন্দর্য, সে লোকায়িত আলোয়, উজ্জ্বল শব্দবাহিত এক দার্শনিক আখ্যান। দেবলীনা সেনগুপ্তের দ্বিতীয় কবিতার বই 'চন্দ্রাহত'-এর ভূমিকা লিখতে গিয়ে এই উচ্চারণ গুলো অগ্রজ কবি সঞ্জয় চক্রবর্তীর। বইটি বের করেছে গুয়াহাটির
ভিকি পাবলিশার্স। জুলাই ২০১৬তে। দৃষ্টি নন্দন প্রচ্ছদটি এঁকে দিয়েছেন তরুণতর শিল্পী শুভজিৎ পাল।
৭০টি পৃষ্ঠায় ৫৬টি কবিতায় সাজিয়েছেন বইটি। আশা করছি আপনাদের ভাল লাগবে। এখানে পুরো, পৃষ্ঠা জুড়ে পড়তে পারেন। দরকারে নামিয়ে নিয়ে পরেও পড়তে পারেন। নিচের বোতামগুলো দেখুন।
আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের, সেটি এখান থেকে নামিয়ে নিন।
No comments:
Post a Comment