"উনিশে
মে" কাগজটি বেরোয় কলকাতা থেকে। গেল সাত বছর ধরে নিয়মিত বেরুচ্ছে ১৯শে মে,
ভাষা শহীদ দিবসে। সম্পাদক শান্তনু গঙ্গারিডি এবং বিশ্বজিৎ রায়। সহযোগী
সম্পাদক অমিত কাশ্যপ এর মধ্যে শান্তনু আসলে শান্তনু গুপ্ত। অসম থেকে
পশ্চিমবাংলাতে প্রবাসী লেখক সম্পাদক। দিনটির বার্তা প্রবাসেও পৌঁছে দিতে
তিনি অবিরত উদ্যোগী। সে তাঁর কাজেই বোঝা যায়। খ্যাত-অখ্যাত লেখকের অজস্র
কবিতা, বেশ কিছু চিন্তা সমৃদ্ধ নিবন্ধে সংখ্যাটি সাজিয়েছেন। তার কিছু ১৯শের
ইতিবৃত্ত নিয়ে, কিছু সাধারণ ভাবে বাংলা ভাষা সমস্যা নিয়ে। লেখক তালিকাতে
আমরা যা বুঝলাম অধিকাংশই যদিও পশ্চিম বাংলার, কিছু তার বরাক উপত্যকার ।
বইটির বাড়তি পাওনা রণবীর পুরকায়স্থের সদ্য প্রকাশিত উপন্যাস 'সুরমা গাঙর
পানি'র একটি সংক্ষিপ্ত আলোচনাতে।
সম্পাদক মণ্ডলীর সঙ্গে যোগাযোগ করতে হলে, এই ছবিতে দেখুন। দু'বার ক্লিক করলেই বড় হয়ে যাবে, পড়তে পারবেনঃ
আমাদের কাগজটির পিডিএফ-ও পাঠালেন রণবীর পুরকায়স্থই। যিনি এই কাগজের অন্যতম উপদেষ্টাও।
No comments:
Post a Comment