Friday, February 17, 2017

ত্রিপুরা ফোকাস, আগরতলা বইমেলা সংখ্যা, ২০১৭

ত্রিপুরা ফোকাস , পূর্বোত্তর ভারতের প্রথম ইউনিকোডে প্রকাশিত আন্তর্জাল সংবাদ পত্র। আন্তর্জালে সংবাদপত্র তো আরো আছে। কিন্তু সেসবের অন্তর্বস্তুর  কিছুই আন্তর্জাল অনুসন্ধানে দেখায় না, কেননা সেসব ছবিতে আসে।  ত্রিপুরা ফোকাস সেদিক থেকে অগ্রণী। সম্পাদনা করেন আগরলতার কবি এবং ছবি শিল্পী, ঈশানের পুঞ্জমেঘ পরিবারের সদস্য শঙ্খ সেনগুপ্ত।  ২০১০ থেকে  ফোকাস ত্রিপুরা নামে বেরুলেও, ২০১৭তে নবকলেবরে নাম পালটে হয়েছে ত্রিপুরা ফোকাস।  ২০১৭এর আগরতলা বই মেলা উপলক্ষে ছাপা পত্রিকার পাঠকদের মধ্যে নিজেদের বার্তা পৌঁছে দিতে তারা বের করেছেন একটি ছোট্ট ছাপা সংস্করণও। পূর্বোত্তরের যে কোনো আন্তর্জাল প্রকাশনার আমরা ঈশানের পুঞ্জমেঘ তথা কাঠের নৌকা সহযোগী গোষ্ঠী। নিজেদের প্রতিযোগীর বদলে সহযোগী বলে ভাবতেই আমরা পছন্দ করি। এক বড় পরিবারের সদস্য আমরা। তাই শঙ্খ যখন পিডিএফ করে ফেললেন, এবং আমাদের জানালেন তাঁর ত্রিপুরা ফোকাসের কাঠামোতে দৃষ্টিনন্দন এবং পাঠক বান্ধব করে সেটি উপস্থাপন করবার সমস্যা হল, মুস্কিল আসান করে দিচ্ছে সহযোগী কাঠের নৌকা। আমাদের এটাই তো কাজ, যেকোনো ছাপা সংস্করণের সংরক্ষণাগার।

            মূলত কিছু সৃজনী সাহিত্য এবং সাহিত্য চিন্তা দিয়ে আট পৃষ্ঠাতে সাজিয়েছেন সংস্করণটি। আশা করছি আপনাদের ভাল লাগবে। পুরোটাই এখানে পড়তে পারবেন। দরকারে নামিয়ে নিয়ে পরেও পড়তে পারবেন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের, সেটি এখান থেকে নামিয়ে নিন ( ম্যাক-কাফেসিকিউরিটি সফটোয়ার এড়িয়ে যাবেন)
    

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails