লক্ষণ কুমার ঘটক মূলত নাটক পরিচালনা করেন, অভিনয় করেন। সঙ্গে কবিতাও লেখেন। এই তাঁর কবিতার বই। তেরটি কবিতার ২৩ পৃষ্ঠার ছোট্ট বই। সব কটি কবিতার ইংরেজি অনুবাদ করেছেন পার্থপ্রতীম আচার্য। বেরিয়েছিল আগরতলা বইমেলাতে, ফেব্রুয়ারি ২০১৫তে।
আশা করছি ভালো লাগবে। আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে
পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস
প্লেয়ারের, সেটি এখান থেকে নামিয়ে নিন ( ম্যাক-কাফেসিকিউরিটি সফটোয়ার এড়িয়ে যাবেন)।
ঘুম ভেঙে যায় by Sushanta Kar on Scribd

No comments:
Post a Comment