এরকমই চটি
আকারে বেরোয় ত্রিপুরার ধর্মনগরের
কবিতার কাগজ 'পাখি
সব করে রব'।
এর আগে আমরা কাঠের নৌকাতেপড়েছিলাম ১১শ সংখ্যা। এবারে
১২ (বারো
)। বেরিয়েছিল
অক্টোবর,
২০১৪তে।
লিখেছেন কিন্তু শুধু ধর্মনগর
নয় আসাম -ত্রিপুরার
অনেকেই। কবি নাম নিলেই যাদের
মনে পড়ে প্রথমে সেরকম অনেকে।
প্রদীপ মজুমদার,
ব্রজেন্দ্র সিংহ,
পীযুষ রাউত,
তপোধীর ভট্টাচার্য,
পল্লব ভট্টাচার্য,
সেলিম মুস্তফা,
বাসুদেব মালাকার
,নিবারণ
নাথ, মণ্টু
দাস প্রমুখ কুড়িজন কবির কবিতার
ডালি।
আপনি
কম্পিউটারের পুরো পর্দা জুড়ে
পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে
পড়তে পারেন। আপনার শুধু দরকার
পড়তে পারে
এডোব ফ্লাস প্লেয়ারের,
সেটি
এখান থেকে নামিয়ে নিন (
ম্যাক-কাফে
সিকিউরিটি সফটোয়ার এড়িয়ে
যাবেন)।
No comments:
Post a Comment