
নাটক
নিয়ে আলোচনা আড্ডার অভাব হয়
না কোনো। যে কোনো অভিনয় কিম্বা
প্রতিযোগিতার এসব অবিচ্ছেদ্য
অঙ্গ। আনুষ্ঠানিক আলোচনার
আয়োজন না করলেও অভিনেতা,
নাট্যমোদী
দর্শকের মধ্যে তরক বিতর্ক
দানা বাঁধেই। কিন্তু সেগুলো
ছাপা হয়ে স্থায়ী রূপ নেয় অতি
স্বল্প। ফলে স্থান-কালের
গণ্ডি অতিক্রম করে ভাবনাস্রোতের
ধারাবাহিকতা বলে কিছুই রক্ষিত
হয় না। সেই অভাবও পূরণ করে
আসছে ‘অভিনয় ত্রিপুরা।’ এই
যেমন এই সংখ্যাতে শিলচরের
রূপম নাট্যউৎসবের অভিজ্ঞতা
নিয়ে লিখেছেন জয়শ্রী ভূষণ,
মৈত্রেয়ী
দাম। বা দিল্লির জাতীয় নাট্যোৎসব
নিয়ে লিখেছেন শৈলেন সাহা।
ত্রিপুরার বাংলা নাটক নিয়ে
দুই নিবন্ধ আছে শ্যামল ভট্টাচার্য
আর প্রণব মজুমদার। ত্রিপুরার
নাট্যব্যক্তিত্ব শান্তিরঞ্জন
ব্যানার্জিকে স্মরণ করেছেন
উত্তম সাহা,
শিবপ্রসাদ
দেবের স্মরনে লিখেছেন,আরো
আছে কিছু চুটকি খবর।
লেখা সংগ্রহে সম্পাদিকার
শ্রম,
মুদ্রণে
যত্ন এবং নিষ্ঠা,
রুচি
বোধ এসবতো প্রশ্নাতীত।
ছবিগুলোতে দু'বার করে ক্লিক করুন। বড় হয়ে যাবে। পড়তে পারবেন।আপনি কম্পিউটারের পুরো পর্দা জুড়ে পড়তে পারেন। নামিয়ে নিয়ে অবসরে পড়তে পারেন। আপনার শুধু দরকার পড়তে পারে এডোব ফ্লাস প্লেয়ারের, সেটি এখান থেকে নামিয়ে নিন ( ম্যাক-কাফে সিকিউরিটি সফটোয়ার এড়িয়ে যাবেন)।
No comments:
Post a Comment