'বর্ণমালার
রোদ্দুর' শিলচরের ভাষা শহীদ স্টেশন শহীদ স্মরণ সমিতির মুখপত্র , বেরোয়
শিলচর থেকে। ১৯শে মে দিনে। শুরু থেকেই সম্পাদনা করে আসছেন সমিতির সম্পাদক
ডাঃ রাজীব কর। এবারেও করেছেন। এবং প্রতিবারের মতোই এবারেও সাজিয়েছেন দিনটির
সামাজিক , রাজনৈতিক , সাংস্কৃতিক তাৎপর্য বাহী বেশ কিছু প্রাসঙ্গিক অনু
নিবন্ধ এবং কবিতা দিয়ে।
এবং রয়েছেন আন্দামানের জ্যোতির্ময় রায় চৌধুরীও। সেই অধ্যাপক জ্যোতির্ময় রায় চৌধুরী যিনি জানাচ্ছেন কীভাবে তাঁরা ১৯শের প্রেরণা নিয়ে সফল হচ্ছেন পণ্ডিচেরি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে বাংলা পঠন পাঠন চালু করবার আন্দোলনে।
No comments:
Post a Comment